সংঘর্ষের পর দিকে স্থানীয় বাংলাবাজারে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও দোকানপাট লুটপাট করা হয়।
Published : 29 Aug 2024, 01:56 PM
সুনামগঞ্জের দিরাই উপজেলায় ‘খাস জমির’ দখল নিয়ে দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন।
বৃহস্পতিবার সকালে উপজেলার রফিনগর ইউনিয়নের রফিনগর ও মির্জাপুর গ্রামের লোকজনের মধ্যে এই সংঘর্ষ হয় বলে জানিয়েছেন দিরাই থানার ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী।
নিহত পারুল মিয়া (৫০) রফিনগর গ্রামের বাসিন্দা ও কৃষিকাজ করতেন।
ওসি বলেন, রফিনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রেজোয়ান আহমদ ও সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর চৌধুরীর মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছে। পাশাপাশি সরকারি জমির দখল নিয়েও দুই পক্ষের মধ্যে বিরোধ চলছে।
এর জের ধরে বৃহস্পতিবার সকালে রফিনগর ও মির্জাপুর গ্রামের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে পারুল মিয়া ঘটনাস্থলেই মারা যান। আহত উভয় পক্ষের অন্তত ২০জন।
আহতদের দিরাই ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
এছাড়া সংঘর্ষের পর দিকে স্থানীয় বাংলাবাজারে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর ও দোকানপাট লুটপাট করা হয়।
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে বলে জানান ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী।