যারা এ ধরনের অরাজক পরিস্থিতি সৃষ্টি করছেন তাদের অবশ্যই বিচারের মুখোমুখি করা হবে বলে মন্তব্য করেন মন্ত্রী৷
Published : 29 Oct 2023, 08:13 PM
‘বিএনপির হামলায়’ আরও এক পুলিশ সদস্যের অবস্থা সংকটাপন্ন দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, “এছাড়া একশ’র মত আহত পুলিশ ও আনসার সদস্য বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন৷”
তিনি বলেছেন, “সারাদেশে তারা (বিএনপি) একটা অরাজক পরিস্থিতির সৃষ্টি করছে। আমরা ধৈর্যের সঙ্গে আছি, আমাদের নিরাপত্তাবাহিনী ধৈর্যের সাথে সবকিছুর মোকাবেলা করছে৷”
রোববার বিকালে নারায়ণগঞ্জের আড়াইহাজারে উপজেলা আওয়ামী লীগের শান্তি সমাবেশের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন৷
মন্ত্রী বলেন, “বিএনপি নিজেরাই এসব ঘটনা ঘটিয়ে আবার হরতাল ডেকে শুরুতেই ঢাকার ডেমরাতে একটি বাস হেলপারসহ পুড়িয়ে দিয়েছে৷ নীলফামারীতে আমাদের নেতাকর্মীদের ওপর চড়াও হয়ে একজনকে নিহত ও কয়েকজনকে আহত করেছে৷”
যারা এ ধরনের অরাজক পরিস্থিতি সৃষ্টি করছেন তাদের অবশ্যই বিচারের মুখোমুখি করা হবে বলেও মন্তব্য করেন আসাদুজ্জামান খান৷
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, “বিএনপি নামক একটা দল, যারা অনেকদিন সরকারে ছিল৷ তারা ২০১৪-১৫ সালে যে অগ্নিসন্ত্রাস ও জঙ্গির উত্থান ঘটিয়েছিল সেজন্য দেশের জনগণ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে৷ তারা আগামীতে নির্বাচনে আসতে পারবে না জেনেই নানা ধরনের কৌশল ও ষড়যন্ত্র করছে৷”
গত শনিবার বিএনপি শান্তিপূর্ণ সমাবেশের কথা বলে সহিংসতা করেছে দাবি করে মন্ত্রী বলেন, “তাদের সমাবেশ ফকিরাপুল ও নাইটিংগেল মোড় পর্যন্ত সীমাবদ্ধ থাকার কথা থাকলেও প্রধান বিচারপতির বাসভবন পর্যন্ত চলে আসে৷ বিচারপতির বাসভবনের গেইট ভেঙে জোর করে তারা ঢুকে যান, বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ করেন৷ তাদের নিভৃত করতে গেলে পুলিশকে পিটিয়ে তারা হত্যা করেছেন৷ হত্যা সুনিশ্চিত করতে চাপাতি দিয়ে মাথায় কোপ দিয়েছে৷ ভিডিও ফুটেজে এগুলো আমরা স্পষ্ট দেখতে পেয়েছি৷”
ছাত্রদলের এক নেতার নির্দেশ ও সক্রিয় অংশগ্রহণে ঢাকায় পুলিশ সদস্যকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে দাবি করেন স্বরাষ্ট্রমন্ত্রী৷
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “একজন আমেরিকান সিটিজেন বিএনপির অফিসে নিজেকে আমেরিকান প্রেসিডেন্টের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচয় দিয়ে অনেক কথাই বলেছেন৷ আমরা তার পরিচয় জেনেছি, তিনি বাংলাদেশি বংশোদ্ভূত একজন আমেরিকান নাগরিক৷ মার্কিন দূতাবাস জানিয়েছে, ওই নাগরিক তাদের কোনো উপদেষ্টা নন৷ তার সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করছি, আমরা তাকেও জিজ্ঞাসাবাদ করব৷”
বিএনপির আগের শান্তিপূর্ণ কর্মসূচিগুলোতে কোনো বাধা ছিল না দাবি করে আসাদুজ্জামান খান বলেন, “শান্তিপূর্ণ আন্দোলনে আমাদের কোনো বাধা নেই৷ কালকেও (শনিবার) আমাদের বাধা ছিল না৷ কিন্তু সহিংসতার দায় বিএনপি নেতারা এড়াতে পারেন না।”