বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়াতে থাকলে তার কাছ থেকে নেওয়া ২ লাখ টাকা ফিরিয়ে দেয় পুলিশ, বলেন ওই ব্যবসায়ী।
Published : 06 Jan 2025, 05:03 PM
গাজীপুর জেলার শ্রীপুরের এক মোবাইল ফোন ব্যবসায়ীকে হেনস্তার অভিযোগে মাওনা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ কুদ্দুস মৃধাকে প্রত্যাহার করা হয়েছে।
সোমবার সকালে গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) আমিনুল ইসলাম বলেন, কুদ্দুস মৃধাকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। তার বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলার ধনুয়া গ্রামের মোবাইল ফোন ব্যবসায়ী সবুজ সরকার বলেন, শুক্রবার বিকালে উপজেলার নয়নপুর হানু মার্কেট এলাকার নিজের ব্যবসা প্রতিষ্ঠান থেকে ২ লাখ টাকাসহ আটক করেন চকপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুল কুদ্দুস।
পরে তাকে হাতকড়া পরিয়ে মাওনা পুলিশ ফাঁড়িতে নিয়ে আটকে রাখা হয়। হাতকড়া পরাসহ আটকে রাখার ছবি ফেইসবুকে পোস্ট করেন সবুজ সরকার।
সবুজ বলেন, ছবি পোস্ট করার পর ২ লাখ টাকা রেখে তাকে ছেড়ে দেওয়া হয়।
পরে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়াতে থাকলে তার কাছ থেকে নেওয়া টাকা পুলিশ ফিরিয়ে দেয়।
শ্রীপুর থানার ওসি জয়নাল আবেদীন বলেন, জানতে পেরে ঘটনার বিষয়ে তদন্ত শুরু হয়েছে।