“প্রায় তিন মাস পর পার্কটি খোলা হয়েছে। এ খবর অনেকেই জানেন না। তাই হয়তো পর্যটক কম আসছে।”
Published : 15 Nov 2024, 10:07 PM
প্রায় তিন মাস বন্ধ থাকার পর গাজীপুরের সাফারি পার্ক আবার খুললেও দর্শনার্থীদের তেমন সাড়া মেলেনি।
সরকার পতনের দিন ভাঙচুর ও লুটপাটের শিকার হওয়া পার্কটির দরজা শুক্রবার পর্যটকদের জন্য খুলে দেওয়া হয় বলে পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান।
গত ৫ অগাস্ট তুমুল গণ আন্দোলনের মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত চলে যাওয়ার কিছুক্ষণ পরই সাফারি পার্কটিতে হামলা হয়। সেদিন একদল হামলাকারী পার্কে ঢুকে মূল্যবান যন্ত্রপাতি, কিছু পাখিও লুটের পাশাপাশি অনেক কিছু ভেঙে দিয়ে যায়। এরপরই পার্কটি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। সেদিন চালানো সেই তাণ্ডবের ক্ষত এখনও দৃশ্যমান রয়ে গেছে।
শুক্রবার পর্কে গিয়ে দেখা যায়, সরকারি ছুটির দিন হলেও হাতেগোনা কিছু পর্যটক ঘোরাফেরা করছেন। বিভিন্ন পশুপাখি দেখে আনন্দ উপভোগ করছেন তারা।
সেখানে কথা হয় ঢাকা থেকে আসা ইমাম হোসেনের সঙ্গে। তিনি বলেন, “খবরে পার্ক খোলার খবর পেয়ে ছুটির দিন পরিবারের লোকজনদের নিয়ে চলে এলাম। এখানে বাঘ-সিংহসহ বিভিন্ন পশুপাখি ও সুন্দর পরিবেশ উপভোগ করছি। ভিড় কম থাকায় স্বাচ্ছন্দে ঘুরতেও পেরেছি।”
ময়মনসিংহের স্কুল শিক্ষক মো. জাফর আলী বলেন, “স্ত্রী-সন্তানদের সাফারি পার্কে ঘুরতে এসেছি। কিন্তু এখন দেখি লোকজন খুব একটা নাই; কোথাও তেমন ভিড়ও নাই। সাফারি গাড়িগুলোও অনেকটাই পর্যটক শূন্য অবস্থায় যাতায়াত করছে।”
দর্শক কম কেন জানতে চাইলে পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল বলেন, “প্রায় তিন মাস পর পার্কটি খোলা হয়েছে। এ খবর অনেকেই জানেন না। এছাড়া সাফারি পার্কে আসার মৌসুম এখনও শুরু হয় নাই। তাই হয়তো পর্যটক কম আসছে।”
পার্ক খুলে দেওয়ার প্রথম দিন সরকারি ছুটির দিন হলেও মাত্র ২ হাজার ১৬২ জন পর্যটক এসেছেন। যেখানে অন্য সময়ে সরকারি ছুটির দিনে পার্কে ‘কয়েক লাখ’ পর্যটক আসে বলে রফিকুলের ভাষ্য।
তিনি বলেন, “শিশু পার্ক নেচারাল হিস্ট্রি মিউজিয়াম প্রজাপতি কর্নারসহ পার্কের চারটি ইভেন্টে ওই হামলার এখনও ক্ষতচিহ্ন রয়েছে। এসব এখনও মেরামত করা সম্ভব হয় নাই। তাই এ ইভেন্ট করল বন্ধ রাখা হয়েছে। মেরামতের পর এ ইভেন্টগুলো দ্রুতই খুলে দেওয়া হবে।”