সোনার বারগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল বলে ভাষ্য বিজিবির।
Published : 03 Apr 2024, 09:12 PM
সাতক্ষীরা সদর উপজেলায় কোটি টাকার নয়টি সোনার বারসহ একজনকে আটক করা হয়েছে। সোনার বারগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে বহন করা হচ্ছিল বলে ভাষ্য বিজিবির।
বুধবার সকালে সদর উপজেলার বৈকারি সীমান্তের কালিয়ানী মাদ্রাসা মোড় থেকে তাকে আটক করা হয় বলে সাতক্ষীরা বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক জানান।
আটক আমাজাদ হোসেন খোকন (৫০) ওই এলাকার প্রয়াত মাজেদ মোল্যার ছেলে।
লেফটেন্যান্ট কর্নেল আশরাফুল হক জানান, গোপন খবর পেয়ে বৈকারি ক্যাম্পের সুবেদার কাজী বদরুল আলমের নেতৃত্বে কালিয়ানি সীমান্তে অভিযান চালানো হয়। এ সময় মোটরসাইকেলসহ আমজাদ হোসেনকে আটক করা হয়। পরে মোটরসাইকেল তল্লাশি করে নয়টি সোনার বার পাওয়া যায়।
উদ্ধার হওয়া সোনর ওজন এক কেজি ৪৪ গ্রাম; যার বাজার মূল্য প্রায় এক কোটি দুই লাখ দশ হাজার তিনশত বিশ টাকা বলে জানান তিনি।
বিজিবি কর্মকর্তা জানান, এ ঘটনায় সদর থানায় আটক ব্যক্তির নামে সংশ্লিষ্ট আইনে মামলা দিয়ে পুলিশে হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া তার মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।