২১ ফেব্রুয়ারি রাতে রেলওয়ে কর্মকর্তাদের লাঞ্ছিত করার অভিযোগে ওই নেতার বিরুদ্ধে জেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেন স্টেশন মাস্টার।
Published : 27 Feb 2025, 06:25 PM
চাঁদা না দেওয়ায় নরসিংদী রেলওয়ে কর্মকর্তাদের লাঞ্ছিত ও নির্যাতনের অভিযোগে শহর যুবদলের আহ্বায়ক মাহমুদুল হাসান চৌধুরী সুমনকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় কমিটি।
বৃহস্পতিবার দুপুরে যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কার করা হয় বলে জানান নরসিংদী জেলা যুবদলের আহ্বায়ক মহসিন হোসেন বিদ্যুৎ।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে মাহমুদুল হাসান চৌধুরী সুমনকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া বহিষ্কৃত নেতাদের কোনও ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নিবে না।
সেইসঙ্গে যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।
এর আগে ২১ ফেব্রুয়ারি রাতে চাঁদা না দেওয়ায় নরসিংদী রেলওয়ে কর্মকর্তাদের শারীরিক লাঞ্ছিত করার অভিযোগ উঠে যুবদল নেতা সুমনের বিরুদ্ধে।
এ ঘটনায় বুধবার নরসিংদী জেলা প্রশাসনসহ বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেন রেল স্টেশন মাস্টার এ টি এম মুছা।
অভিযোগে বলা হয়েছে, “মাহমুদুল হাসান ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে স্টেশনের কর্মকর্তা-কর্মচারীদের ভয়ভীতি দেখিয়ে মোটা অঙ্কের চাঁদা আদায়ের চেষ্টা করছেন। তারা স্টেশনের ভিআইপি কক্ষে নিয়মিত মাদক ও জুয়ার আসর বসায় এবং যাত্রীদের সঙ্গে অসদাচরণ করেন।
“সবশেষ ২১ ফেব্রুয়ারি রাতে মাহমুদুল হাসান চৌধুরীর নেতৃত্বে একদল লোক স্টেশনের অফিস কক্ষে প্রবেশ করে স্টেশন মাস্টারসহ কর্মচারীদের শারীরিকভাবে লাঞ্ছিত এবং প্রাণনাশের হুমকি দেয়।”
তবে এসব অভিযোগ অস্বীকার করে যুবদল নেতা মাহমুদুল হাসান বলেন, “স্টেশন মাস্টারকে কোনও ধরনের হুমকি দেওয়া হয়নি। ঘটনার দিন তার সঙ্গে ভুল বোঝাবুঝি হয়েছে মাত্র।”