দুর্ঘটনার পর বাসের চালক আবু সাঈদকে আটক ও বাসটি জব্দ করা হয়েছে।
Published : 20 Feb 2025, 11:06 PM
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় বাসের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিরাজগঞ্জ-নগরবাড়ি মহাসড়কে উপজেলার চালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আব্দুর রউফ।
নিহতরা হলেন, উল্লাপাড়া উপজেলার মাগুরাডাঙ্গা গ্রামের ফারুক হোসেন (৩২) ও মোহাম্মদ রনি হোসেন (২৩)।
ওসি আব্দুর রউফ বলেন, বাসটি পাবনা থেকে কক্সবাজার যাচ্ছিল। ঘটনাস্থলে পৌঁছে বাসটি একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়।
“এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহত হন এবং আরেক যাত্রী আহত হয়েছেন।”
দুর্ঘটনার পর বাসের চালক আবু সাঈদকে আটক ও বাসটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান হাইওয়ে পুলিশের এ কর্মকর্তা।