ছিনতাইকারীরা ধারালো অস্ত্র ও রড দিয়ে প্রাইভেটকারের জানালার কাঁচ ভেঙে ফেলে।
Published : 12 Jan 2025, 09:22 PM
গাজীপুরে একটি প্রাইভেটকারের গতিরোধ করে স্বর্ণালংকার ও টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
যোগীতলা মোড় এলাকায় শনিবার রাতে ১১টার দিকে এ ঘটনা ঘটে বলে ভুক্তভোগী টঙ্গীর পূর্ব আরিচপুর এলাকার বাসিন্দা সৈয়দ কামরুজ্জামান আঙ্গুর জানান।
আঙ্গুর বলেন, তিনি, তার স্ত্রী ও ৪৩, ৪৪, ও ৪৫ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ফেরদৌসী জামান ফিরু, তার ভাতিজি এবং বিডিনিউজ টেয়েন্টিফোর ডটকমের গাজীপুর প্রতিনিধি আবুল হোসেনের স্ত্রীসহ একটি প্রাইভেটকারে করে শনিবার রাতে জয়দেবপুর উত্তর রাজবাড়ী এলাকা থেকে টঙ্গী যাচ্ছিলেন। পথে সশস্ত্র কিছু ছিনতাইকারী তাদের গাড়ির গতিরোধ করে।
এক পর্যায়ে ছিনতাইকারীরা তাদের হাতে থাকা ধারালো অস্ত্র ও রড দিয়ে প্রাইভেটকারের জানালার কাঁচ ভেঙে ফেলে। তারা প্রথমে চালকের হাতে আঘাত করলে তিনি গাড়ি ফেলে পালানোর চেষ্টা করেন।
আঙ্গুরের ভাষ্য, “এ সময় দেশীয় অস্ত্রের মুখে মুখোশ ও কালো পোশাক পরা ছিনতাইকারীরা যাত্রীদের সোয়া এক ভরি ওজনের স্বর্ণের চেইন, নগদ টাকা ও দুটি মোবাইল ফোন ছিনতাই করে নিয়ে যায়। পরে গাড়ি চালিয়ে গন্তব্যে ফিরি আমরা।”
এ বিষয়ে গাজীপুর সদর থানার ওসি আরিফুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। কিন্তু কাউকে আটক করা সম্ভব হয়নি। মামলা হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।