হামলাকারীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে প্রশাসনের কাছে জোর দাবি জানান বক্তারা।
Published : 20 Aug 2024, 01:04 PM
দুই সাংবাদিকের ওপর হামলা ও শারিরীক নিগ্রহের প্রতিবাদে মানববন্ধন করেছে সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটি।
সোমবার দুপুরে সুনামগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্টে অনুষ্ঠিত এই মানববন্ধনে সুনামগঞ্জ প্রেসক্লাব, অনলাইন প্রেসক্লাবসহ সাংবাদিকদের অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দও অংশ নেন।
এর আগে সংবাদ সংগ্রহ করতে গিয়ে আরটিভি সুনামগঞ্জ প্রতিনিধি শহীদ নূর আহমেদ ও সংবাদ প্রকাশের জেরে সময় টিভির প্রতিনিধি হিমাদ্রী শেখর ভদ্র দুর্বৃত্তদের হামলার শিকার হন।
মানববন্ধনে সাংবাদিক নেতারা বলেন, সাংবাদিকরা রাষ্ট্রের দর্পন। পেশাগত কাজে সাংবাদিকদের ওপর হামলা, মামলা, হয়রানি বন্ধ না হলে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে পারবে না। সাংবাদিকরা অনিয়ম দুর্নীতির চিত্র তুলে ধরলে হামলা, গুম, খুনের মাধ্যমে গণমাধ্যমের টুঁটি চেপে ধরতে চায় অশুভ চক্র।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ রিপোটার্স ইউনিটির সভাপতি মাহবুবুর রহমান পীর, সিনিয়র সাংবাদিক লতিফুর রহমান রাজু, পংকজ কান্তি দে, এমরানুল হক চৌধুরী, সেলিম আহমদ তালুকদার, জসিম উদ্দিন, মো. আমিনুল হক প্রমুখ।
মানববন্ধন থেকে সাংবাদিক শহীদনূর ও হিমাদ্রী শেখরের উপর হামলাকারীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে প্রশাসনের কাছে জোর দাবি জানান বক্তারা।