সন্ধ্যায় ঘাটে ফেরার পথে ঝড়ো বাতাস ও প্রচণ্ড ঢেউয়ের কবলে পড়ে ট্রলারগুলো ডুবে যায় বলে জানায় কোস্ট গার্ড।
Published : 13 Sep 2024, 11:40 PM
নোয়াখালীর হাতিয়ায় বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে সাতটি মাছ ধরা ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৩০ জেলে ও মাঝি মাল্লাকে জীবিত উদ্ধার করেছে অন্য ট্রলার।
শুক্রবার সন্ধ্যায় সাগরের বিভিন্ন স্থানে এ ঘটনা ঘটে বলে জানান হাতিয়া কোস্ট গার্ডের স্টেশন অফিসার সার্জেন্ট হেলাল উদ্দিন।
তবে এ ঘটনায় কেউ নিখোঁজ কিংবা হতাহত হয়েছেন কি-না তা নিশ্চিত করতে পারেননি ট্রলার মালিকরা।
ট্রলার মালিক নিশান মিয়া জানান, হাতিয়ার বিভিন্ন ঘাট থেকে গেল কয়েকদিনে গভীর সাগরে মাছ ধরতে যায় বেশ কয়েকটি ট্রলার। সকাল থেকে বৈরী আবহাওয়ার কারণে ট্রলারগুলো বিভিন্ন ঘাটে ফিরতে শুরু করে।
সন্ধ্যায় ঘাটে ফেরার সময় ঝড়ো বাতাস ও প্রচণ্ড ঢেউয়ের কবলে পড়ে বাবর মাঝির একটি, জান মিয়া মাঝির একটি, দেলোয়ার মাঝির একটি, হেলাল উদ্দিন মাঝির একটি, সহিদ মাঝির একটি, মেহরাজ মাঝির একটি এবং ইউনুছ মাঝির একটি ট্রলার ডুবে যায়।
এ সময় পাশের অন্য ট্রলারগুলোর সহযোগিতায় ডুবে যাওয়া ট্রলারের ৩০ জেলে ও মাঝি-মাল্লাকে উদ্ধার করা গেলেও হতাহতের আশঙ্কার কথা জানিয়েছেন নিশান মিয়া।
ট্রলার ডুবির বিষয়ে কেউ পুলিশকে অবহিত করেননি বলে জানান হাতিয়া থানার পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান।
কোস্ট গার্ডের হেলাল উদ্দিন জানান, সন্ধ্যার আগে সূর্যমুখী এলাকায় একটি ট্রলার ডুবে যাওয়ার খবর পেয়ে তাদের টহল দল ঘটনাস্থলে গেছে। পরে ১৮ জেলে ও মাঝি-মাল্লাকে অন্য জেলেরা জীবিত উদ্ধার করেছেন। বাকি ট্রলারগুলোর বিষয়ে খবর নেওয়া হচ্ছে।
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মিল্টন চাকমা বলেন, “বিভিন্ন ঘাট থেকে মোবাইল ফোনে লোকজন ট্রলার ডুবির ঘটনা জানাচ্ছেন। আমরা খোঁজ খবর নিচ্ছি। পরে বিস্তারিত জানানো হবে।”