এ সময় পাঁচটি গাড়ি ভাঙচুর ও পাঁচটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
Published : 31 Aug 2024, 11:49 PM
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে জামালপুর জেলা বিএনপির ভিডিও কনফারেন্সের সময় দুপক্ষের সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৩০ নেতাকর্মী আহত হয়েছেন।
শনিবার বিকালে শহরের দেওয়ানপাড়ায় একটি কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
এ ঘটনায় আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।
সংঘর্ষের সময় কমিউনিটি সেন্টার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়ারেছ আলী মামুনেরসহ পাঁচটি গাড়ি ভাঙচুর ও পাঁচটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়।
দলের কেন্দ্রীয় নেত্রী, সাবেক সংসদ সদস্য নিলোফার চৌধুরীর নাম না উচ্চারণ করে ওয়ারেছ আলী মামুন বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ভিডিও কনফারেন্স অনুষ্ঠান শুরুর ১০ মিনিট আগে কেন্দ্রীয় এক নেত্রী তার দলবল নিয়ে জোর করে কমিউনিটি সেন্টারে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টি করে।”
এ ঘটনায় দোষীদের বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ মো. ওয়ারেছ আলী মামুন।
তবে নিলোফার চৌধুরী মনি বলেন, “ক্রাইটেরিয়ার নামে দলের ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের সবকিছু থেকে বঞ্চিত করা হচ্ছে।”
জামালপুর সদর থানার ওসি মুহাম্মদ মহব্বত কবীর বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”