ইউসুফ খান তার এক বন্ধুকে নিয়ে জেলা সদর থেকে মোটরসাইকেলে চন্দ্রদিঘলিয়া ফিরছিলেন।
Published : 24 Jan 2025, 10:20 AM
গোপালগঞ্জে ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবক নিহত ও চারজন আহত হয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের হরিদাসপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান গোপালগঞ্জ সদর পুলিশ ফাঁড়ির টিএসআই মনিরুল ইসলাম।
নিহত ২৫ বছর বয়সী ইউসুফ খান গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া পূর্বপাড়া গ্রামের ফারুক খানের ছেলে।
টিএসআই মনিরুল ইসলাম বলেন, ‘ইউসুফ খান তার এক বন্ধুকে নিয়ে জেলা সদর থেকে মোটরসাইকেলে চন্দ্রদিঘলিয়া ফিরছিলেন। বিপরীত দিক থেকে একটি ব্যাটারিচালিত ইজিবাইক জেলা সদরের দিকে যাচ্ছিল।
হরিদাসপুরে ইজিবাইক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী ও ইজিবাইকের তিন যাত্রীসহ মোট পাঁচজন আহত হন।
আহতদেরকে উদ্ধার গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে মোটরসাইকেল চালক ইউসুফকে মৃত ঘোষণা করেন চিকিৎসক আফতাফ জিলানী।
টিএসআই মনিরুল আরও বলেন, আহত চার জনকে ওই হাসাপাতালে ভর্তি করা হয়েছে। নিহত যুবকের মরদেহ আইনী প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।