মেছো বাঘটি রাতে এক কৃষকের মুরগির ঘরে প্রবেশ করলে, ধাওয়া দিয়ে এটি আটক করা হয়।
Published : 13 Nov 2024, 10:29 PM
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় একটি মেছো বাঘ পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে বন বিভাগ।
বুধবার শেষরাতে উপজেলার খন্দকবাড়ীয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান শৈলকুপা উপজেলা বন কর্মকর্তা মখলেসুর রহমান।
গ্রামবাসী জানায়, সোমবার রাতে মেছো বাঘটি ওই গ্রামের কৃষক কালু গোয়াল ঘরে ঢুকে দুটি ছাগল মেরে ফেলে। মঙ্গলবার রাতে ফের তার বাড়িতে মুরগির ঘরে প্রবেশ করে। বাড়ির লোকজন টের পেয়ে ধাওয়া দেয়।
এতে মেছো বাঘটি ঘরের পাশে পেতে রাখা জালে আটকা পড়ে। পরে গ্রামবাসী বাঘটিকে পিটিয়ে হত্যা করে।
বন কর্মকর্তা মখলেসুর রহমান বলেন, খবর পেয়ে বুধবার সকালে ওই গ্রামে যান তিনি। তবে তার যাওয়ার আগেই মেছো বাঘটি মাটিতে পুঁতে ফেলা হয়। বন্যপ্রাণী হত্যা দণ্ডনীয় অপরাধ। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে, সে বিষয়ে গ্রামবাসীকে সতর্ক করা হয়েছে।
এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলে জানান এই বন কর্মকর্তা।