Published : 05 Feb 2025, 06:57 PM
নোয়াখালীর সেনবাগ থানায় সালিশ বৈঠকে মারামারি ও ভাঙচুরের মামলায় গ্রেপ্তার এক ইউপি সদস্যসহ ছয় আসামি জামিনে মুক্ত হয়েছেন।
কোর্ট পরিদর্শক দেবাশীষ সরকার বলেন, বুধবার বিকালে সেনবাগ থানা থেকে আসামিদের নোয়াখালীর মুখ্য বিচারিক হাকিম আদালতে পাঠানো হয়।
পরে সেনবাগ ৪ নম্বর আমলী আদালতের বিচারক মো. হামিদুল ইসলাম আসামিদের জামিন আবেদন মঞ্জুর করেন।
আসামিরা হলেন, কেশরপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আবু তালেব টিপু (৪৪), একই ইউনিয়নের উনদনিয়া গ্রামের বাসিন্দা আবু জাফর রতন (৫৫), মো. আনোয়ার হোসেন (৪৩), তাজুল ইসলাম (৪৬), আক্তার হোসেন (৩২) ও জসিম উদ্দিন (৫৫)।
সেনবাগ থানার ওসি এসএম মিজানুর রহমান বলেন, ইউপি সদস্য মো. আবু তালেবের সঙ্গে তার চাচাতো ভাই আনোয়ারের জমি নিয়ে বিরোধ। বিরোধ মীমাংসার জন্য দুপক্ষকে নিয়ে মঙ্গলবার সন্ধ্যার দিকে সেনবাগ থানার গোলঘরে সালিশ বৈঠকে বসেন থানার এক কর্মকর্তা।
বৈঠকে বিবাদমান দুপক্ষের মধ্যে বাগবিতণ্ডার এক পর্যায়ে হাতাহাতি ও মারামারি হয়। তারা থানার গোলাঘরের কাচ ও চেয়ার ভাঙচুর করেন। এ সময় ঘটনাস্থল থেকে ইউপি সদস্য মো. আবু তালেবসহ ছয়জনকে আটক করে পুলিশ।
বুধবার সকালে এসআই আবু সায়েম ভূঁইয়া থানার গোলঘরে অনধিকার প্রবেশ ও ভাঙচুরের অভিযোগে মামলা করেন।
মামলার এজাহারে ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো আট জনকে আসামি করা হয়।
ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে বুধবার সকালে ছয় আসামিকে আদালতে পাঠানো হয়। পরে তাদের জামিন মেলে।
বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে বলে জানান ওসি মিজানুর রহমান।