পুলিশ জানায়, তারা দীর্ঘদিন থেকে মাদক কারবারের সঙ্গে জড়িত।
Published : 05 Mar 2025, 01:35 PM
নোয়াখালীর সদর উপজেলায় দুই হাজার ইয়াবাসহ এক দম্পতিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
বুধবার নোয়াখালী জেলার পুলিশ সুপার (এসপি) আব্দুল্লাহ আল ফারুক জানান, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে শহরের হাউজিং বালুর মাঠ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- বেগমগঞ্জ উপজেলার ভবানী জীবনপুর গ্রামের নাজমা আক্তার (৩৯) ও তার স্বামী কক্সবাজারের টেকনাফ উপজেলার হীলা ইউনিয়নের পূর্ব শিকদার পাড়ার এরশাদ উল্যাহ (৩৮)
পুলিশ সুপার ফারুক বলেন, গ্রেপ্তার দম্পতি দীর্ঘদিন থেকে মাদক কারবারের সঙ্গে জড়িত। ইয়াবা বিক্রির খবর পেয়ে রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা করে ডিজি। এসময় দুই হাজার ইয়াবা জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে কক্সবাজারের রামু থানায় একটি এবং নোয়াখালী সদর থানায় একটি মাদক মামলা রয়েছে।
তিনি বলেন, এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
ওই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।