“মরদেহের কিছুটা পঁচে গেছে; তাই আঘাতের চিহ্ন আছে কি না বোঝা যাচ্ছে না।”
Published : 15 Oct 2024, 08:39 PM
সিলেটে সুরমা নদী থেকে এক ইটভাটা শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার বেলা ১১টার দিকে নগরীর দক্ষিণসুরমা এলাকার ঝালোপাড়া মসজিদ ঘাট থেকে লাশটি উদ্ধার করা হয় বলে নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান।
নিহত মো. কাওসার আহমদ (৩৫) সিলেটের জকিগঞ্জ উপজেলার উত্তর লোহারমহলের আতাউর রহমানের ছেলে।
তিনি সিলেটের মোগলাবাজার এলাকায় একটি বাসায় ভাড়া থেকে ইটভাটায় কাজ করতেন। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।
অতিরিক্ত উপ-কমিশনার বলেন, “মরদেহের কিছুটা পঁচে গেছে; তাই আঘাতের চিহ্ন আছে কি না বোঝা যাচ্ছে না। মৃত্যুর কারণ ময়নাতদন্তের পর বলা যাবে। তবে এ বিষয়ে খোঁজ নিচ্ছে পুলিশ।’