ওসি মিজানুর বলেন, এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।
Published : 28 Sep 2024, 09:37 PM
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় ছেলের বৌভাতের অনুষ্ঠানে লাকড়ি আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার বলাইশিমুল ইউনিয়নের কুমাউড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান জানান।
নিহত বিশ্বনাথ খাঁ (৬৫) ওই গ্রামের বাসিন্দা।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, শুক্রবার বিশ্বনাথের ছেলে রহমত উল্লাহ বিয়ে করেন। শনিবার ছিল বাড়িতে বৌভাত।
সকাল থেকেই রান্নার কাজ চলছিল। দুপুরের দিকে রান্নার লাকড়ি আনতে গোয়াল ঘরে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন বিশ্বনাথ খাঁ। পরিবারের লোকজন তাকে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি মিজানুর বলেন, এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে।