চার ঘণ্টা পর হ্যাকারদের দখল থেকে ওয়েবসাইটটি নিয়ন্ত্রণে নেওয়া হয় বলে জানান সিভিল সার্জন।
Published : 21 Nov 2024, 01:18 AM
মানিকগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের ওয়েবসাইট হ্যাক করে কর্মকর্তার নামের পাশে ‘ওষুধ চোর’ লেখা হয়; যা চার ঘণ্টার বেশি হ্যাকারদের দখলে ছিল।
বুধবার দুপুর পৌনে ১২টার দিকে হ্যাকারদের নিয়ন্ত্রণে নেওয়া ওয়েবসাইটটি বিকাল ৪টার দিকে উদ্ধার করা হয় বলে জানান মানিকগঞ্জ সিভিল সার্জন মকছেদুল মোমিন।
সরকারি এই ওয়েবসাইট হ্যাক করে সিভিল সার্জনসহ অন্য চিকিৎসকের নামের পাশে হ্যাকাররা তাদের ইচ্ছেমতো শব্দ যুক্ত করে দেয়। সাইটটি হ্যাক হওয়ার পরপর একটি স্ক্রিনশট ফেইসবুকে ছড়িয়ে পড়ে।
বিকাল সাড়ে ৩টার দিকে সিভিল সার্জন কার্যালয়ের ওয়েবসাইটে গিয়ে দেখা গেছে, সিভিল সার্জন মো. মকছেদুল মোমিনের নামের পাশে ‘আমি ওষুধ চোর কিনা জানি না’ এমন লেখা দেখা যায়। এ ছাড়া কো-অর্ডিনেটর (এমও) ডা. ইসমত জাহান ভূঁইয়ার নামের পাশে ‘মোটামুটি’, ডিস্ট্রিক্ট সার্ভিলেন্স মেডিকেল অফিসার মোস্তফা কাদের রিসাদের নামের পাশে ‘ওষুধ চোর’, মেডিকেল অফিসার দিবাকর মণ্ডলের নামের পাশে ‘ওষুধ চোর’ এবং মেডিকেল অফিসার (টিবি-লেসপ্রী) আল-আমীনের নামের পাশে ‘ওষুধ চোর’ লিখে দেয় হ্যাকাররা।
সিভিল সার্জন মকছেদুল মোমিন বলেন, “হ্যাকিংয়ের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ইতোমধ্যে ওয়েবসাইটের পাসওয়ার্ড পরিবর্তন করা হয়েছে। এখন আর কোনো ঝুঁকি নেই।”
হ্যাকারদের চিহ্নিত করতে সিভিল সার্জনের ডিজি কার্যালয়, এনএসআইসহ আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন সংস্থাকে অবহিত করা হয়েছে বলে জানান তিনি।