প্রাথমিকভাবে মৃতের শরীরে আঘাতের কোনো চিহ্ন পায়নি পুলিশ।
Published : 05 Feb 2025, 09:56 PM
নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দুপুরে নগরের হাজীগঞ্জ ফেরিঘাট এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয় বলে জানান নারায়ণগঞ্জ সদর নৌ থানার ওসি আমিনুল হক।
মৃত যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর। প্রাথমিকভাবে মৃতের শরীরে আঘাতের কোনো চিহ্ন পায়নি পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে শীতলক্ষ্যা নদীতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা নৌ থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
পুলিশ কর্মকর্তা আমিনুল হক বলেন, প্রাথমিকভাবে লাশের শরীরে কোনো আঘাতে চিহ্ন পাওয়া যায়নি। মৃতের পরনে ছিল শার্ট ও প্যান্ট। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর আসল কারণ নিশ্চিত হওয়া যাবে।
সন্ধ্যা পর্যন্ত উদ্ধার হওয়া লাশের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি বলে জানান তিনি।