“বিএনপিতে থাকা আওয়ামী লীগ নেতাদের আত্মীয়রা এটি করছেন।” ছাত্রদল নেতারি অভিযোগ।
Published : 18 Aug 2024, 05:35 PM
এক নারীর কাছে চাঁদা দাবির অভিযোগে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয় লক্ষ্মীপুরের রায়পুরে ছাত্রদল নেতা আদনান হাবিবকে। কিন্তু ১২ ঘণ্টা না যেতেই সেই অব্যাহতিপত্র আবার স্থগিত করা হয়েছে।
শনিবার সকাল ৮টায় উপজেলার উত্তর চরবংশী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আদনান হাবিবকে দলীয় পদ থেকে অব্যাহতি দিয়ে নোটিশ জারি করা হয়। এতে রায়পুর উপজেলা ছাত্রদলের আহবায়ক হৃদয় ও সদস্য সচিব আব্দুল্লাহ আল রহমান রিফাত স্বাক্ষর করেন।
পরে রাত ৮টায় ওই দুজনের স্বাক্ষরিত পৃথক নোটিশে অব্যাহতির আদেশ স্থগিত করা হয়। এদিন রাতেই রায়পুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাহফুজুর রহমান হৃদয় বিষয়টি নিশ্চিত করেন।
অব্যাহতির স্থগিতাদেশ পত্রে উল্লেখ করা হয়, উত্তর চরবংশী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আদনান হাবিবের অব্যাহতির আদেশ স্থগিত করা হল। তার বিরুদ্ধে আনা অভিযোগ অধিকতর তদন্ত সাপেক্ষে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এর আগে দেওয়া অব্যাহতিপত্রে উল্লেখ করা হয়েছিল, দলের সিদ্ধান্ত মোতাবেক নির্দেশনা ভঙ্গ ও বিশৃঙ্খল কার্যক্রমের সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ায় হাবিবকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হল।
রায়পুর উপজেলা ছাত্রদল থেকে পাওয়া তথ্য অনুযায়ী, হাবিব উত্তর চরবংশী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের প্রবাসী জাকির হোসেনের স্ত্রী রেহানা বেগমের কাছ থেকে চাঁদা দাবি করেন। এ অভিযোগের ভিত্তিতে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাহফুজুর রহমান হৃদয় ও সদস্য সচিব আবদুল্লাহ আল রহমান রিফাতের নির্দেশে তাকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়।
১৪ অগাস্ট উপজেলা ছাত্রদলের দপ্তরের দায়িত্বপ্রাপ্ত নেতা শান্ত ইসলাম স্বাক্ষরিত নোটিসে ৩ কার্যদিবসের মধ্যে হাবিবকে জবাব দিতে বলা হয়। কিন্তু তিনি দেননি। তাই তাকে দলীয় পদ থেকে অব্যাহতির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।
রায়পুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাহফুজুর রহমান হৃদয় বলেন, “হাবিবের বিরুদ্ধে আনা অভিযোগ সত্য। তবে কেন্দ্র থেকেও আপাতত বহিষ্কার বা অব্যাহতির বিষয়ে নিষেধ রয়েছে। এজন্য অব্যাহতির আদেশ স্থগিত করা হয়।”
অভিযোগের বিষয়ে জানতে চাইলে উত্তর চরবংশী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হাবিব আদনান দাবি করেন তার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে।
তিনি বলেন, “বিএনপিতে থাকা আওয়ামী লীগ নেতাদের আত্মীয়রা এটি করছেন। জেলা নেতাদের সঙ্গে কথা বলার অব্যাহতির আদেশের ১২ ঘণ্টা পর তা স্থগিত করা হয়েছে।”