২০১৮ সালে উজ্জ্বলের কাছ থেকে দুইশটি এবং সেলিনার কাছ থেকে একশটি ইয়াবা উদ্ধার করে পুলিশ।
Published : 06 Nov 2024, 03:46 PM
টাঙ্গাইলে মাদক মামলায় এক ব্যক্তি ও তার স্ত্রীকে কারাদণ্ড দিয়েছে আদালত।
বুধবার দুপুরে টাঙ্গাইল জেলা ও দায়রা জজ মো. নাজিমুদৌলা এ রায় ঘোষণা করেন বলে আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী এস আকবর খান জানান।
দণ্ডিতরা হলেন-সদর উপজেলার আগবেথৈর গ্রামের নাজিমুদ্দিনের ছেলে মো. উজ্জ্বল হোসেন (৩৭) ও তার স্ত্রী সেলিনা আক্তার (২৭)।
সাজার পাশাপাশি উজ্জ্বলকে সাত বছরের সশ্রম কারাদণ্ড ও ৩০ হাজার টাকা এবং সেলিনাকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন বিচারক।
অনাদায়ে তাদের আরও ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।
মামলার বরাতে পিপি আকবর খান জানান, টাঙ্গাইল সদর থানার পুলিশ ২০১৮ সালের ২৮ জানুয়ারি গোপন খবরে আগবেথৈর গ্রামে অভিযান চালিয়ে ইয়াবা বিক্রির সময় উজ্জ্বল ও তার স্ত্রী সেলিনাকে গ্রেপ্তার করে।
এ সময় উজ্জ্বলের শরীরে তল্লাশি করে দুইশটি এবং সেলিনার কাছ থেকে একশটি ইয়াবা উদ্ধার করে।
পরদিন টাঙ্গাইল সদর থানার এসআই আমির হামজা বাদি হয়ে থানায় মামলা করেন। তদন্ত শেষে ওই বছরের ৭ মার্চ এসআই আবুল বাশার মোল্লা অভিযোগপত্র জমা দিলে মামলার বিচারকাজ শুরু করে আদালত।
গ্রেপ্তার হওয়ার পর থেকে উজ্জল হোসেন কারাগারে রয়েছেন। তবে সেলিনা মামলা চলাকালে জামিন পেয়ে পলাতক রয়েছেন বলে আকবর খান জানিয়েছেন।