“দরজা ভেঙে তার লাশ নামিয়ে আনি এবং ৯৯৯-এ ফোন করে পুলিশে জানাই।”
Published : 09 Nov 2024, 05:35 PM
বরিশালের সদর উপজেলায় গোয়াল ঘর থেকে মানসিক ভারসাম্যহীন এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে উপজেলার উত্তর লামচরী গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয় বলে রংপুর মহানগর পুলিশের কাউনিয়া থানার ওসি মো. নুরে আলম জানিয়েছেন।
মৃত মো. সাখাওয়াত হোসেন (৩৫) উত্তর লামচরী গ্রামের লেদু গাজীর ছেলে।
সাখাওয়াতের ছোট ভাই আলামিন গাজী বলেন, “শুক্রবার রাতে আমরা একসঙ্গে খাবার খেয়ে ঘুমাতে যাই। সকালে ঘুম থেকে উঠে গোয়ালঘরে গিয়ে ভাইয়ের গলায় দড়ি দেওয়া ঝুলন্ত লাশ দেখতে পাই।
“পরে দরজা ভেঙে তার লাশ নামিয়ে আনি এবং ৯৯৯-এ ফোন করে পুলিশে জানাই।”
আলামিনের দাবি, “সাখাওয়াতের কারও সঙ্গে কোনো শত্রুতা নেই; তিনি আত্মহত্যা করেছেন।”
ওসি নুরে আলম বলছেন, “মানসিক ভারসাম্যহীন ব্যক্তির লাশ বাড়ির গোয়াল ঘর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। গোয়াল ঘরটি ঘর থেকে থেকে দূরে।
“পরিবার ঘটনাটি আত্মহত্যা বলে দাবি করছে। লাশ বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।”
এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।