Published : 23 Jun 2024, 07:05 PM
যশোরের সদর উপজেলায় যুবলীগ কর্মী আলী হোসেন হত্যা মামলায় জেলা যুবদলের এক নেতাকে গ্রেপ্তার করেছে ডিবি।
রোববার দুপুর সাড়ে ১২টায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান যশোর গোয়েন্দা পুলিশের (ডিবি) এসআই মফিজুল ইসলাম।
গ্রেপ্তার রবিউল ইসলাম নবার উপজেলার কিসমত নওয়াপাড়ার বাসিন্দা। তিনি জেলা যুবদলের বন ও পরিবেশ সম্পাদক।
এসআই মফিজুল বলেন, শনিবার রাত সাড়ে ৩টায় সাতক্ষীরার আশাশুনি উপজেলার বুধহাটা থেকে নবাবকে গ্রেপ্তার করা হয়।
“প্রাথমিক জিজ্ঞাসাবাদে নবাব জানিয়েছেন, মাদক ব্যবসা ও চাঁদাবাজির ঘটনায় বাধা দেওয়ায় তার মা-বাবা তুলে গালিগালাজ করেন আলী হোসেন। এ কারণে ক্ষিপ্ত হয়ে তিনি আলীকে গুলি করে হত্যা করেছেন।”
তিনি বলেন, “বাহাদুরপুর হাউজিং এলাকার রহমত আলীর ছেলে নিহত আলী হোসেনের বিরুদ্ধে যশোর কোতয়ালি থানায় হত্যা ও মাদকসহ একাধিক মামলা রয়েছে। নবাবের বিরুদ্ধেও সন্ত্রাসসহ একাধিক মামলা রয়েছে।
গত ৫ জুলাই অনুষ্ঠিত যশোর সদর উপজেলা পরিষদের নির্বাচনের বিজয়ী প্রার্থী তৌহিদুল ইসলাম চাকলাদার ফন্টুর কর্মী ও সমর্থকরা যশোর উপশহরের ই-ব্লকে বনভোজন করেন।
ওই বনভোজন শেষে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল আরোহী আলী হোসেনকে লক্ষ্য করে গুলি করা হয় অপর একটি মোটরসাইকেল থেকে।
আলী হোসেনের মোটরসাইকেলের অপর আরোহী সোহান ওই সময় জানান, চলন্ত মোটরসাইকেল থেকে গুলি করেন রবিউল হোসেন নবাব। এ সময় তারা মোটরসাইকেল থেকে লাফ দিলে পড়ে যাওয়া আলী হোসেনকে আরও গুলি করা হয়।
এ ঘটনায় আলী হোসেনের মা মঞ্জুয়ারা বেগম যশোর কোতোয়ালি থানায় একটি মামলা করেন।
আরও পড়ুন: