মাটিভর্তি ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।
কক্সবাজারের চকরিয়া উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়েছে।
বুধবার সকাল ৬টার দিকে উপজেলার বড়ইতলি ইউনিয়নের আমতলী এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ ঘটনা ঘটে বলে জানান চিরিংগা হাইওয়ে ফাঁড়ির ওসি ইমন চৌধুরী।
নিহতরা হলেন- বান্দরবানের লামা এলাকার মো. বশির আলমের ছেলে মোটরসাইকেল চালক মো. আরমান শাকিল (২৪) ও একই এলাকার মো. আবু মোছার ছেলে মো. ইসমাইল সিদ্দীকী (৩৫)।
ওসি ইমন চৌধুরী জানান, ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী গ্রিন লাইন পরিবহনের বাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে আহতদের উদ্ধার করে দ্রুত চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনা কবলিত বাস ও মোটরসাইকেল দুইটি জব্দ করে থানায় রাখা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।