লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত ২৬তম সাহিত্য সম্মেলনে তার হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।
Published : 25 Dec 2024, 10:49 PM
লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদের সম্মাননা পেয়েছেন বিশিষ্ট কবি আহমেদ নকীব।
বুধবার লক্ষ্মীপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত ২৬তম সাহিত্য সম্মেলনে তার হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়।
সাহিত্য সংসদের সভাপতি ডা. মো. সালাহউদ্দিন শরীফের সভাপতিত্বে সম্মেলন উদ্বোধন করেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।
সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কবি ও কথাসাহিত্যিক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মহীবুল আজিজ। বিশেষ অতিথি ছিলেন জাতীয় কবিতা পরিষদের যুগ্ম আহ্বায়ক কবি শাহীন রেজা।
অতিথি বক্তা ছিলেন- বিশিষ্ট কবি ও কথাসাহিত্যিক আরিফ মঈনুদ্দিন, জাতীয় কবিতা পরিষদের কেন্দ্রীয় কমিটি সদস্য অভিনেতা এ বি এম সোহেল রশীদ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের সহকারী অধ্যাপক কবি কাইছার কবির।
উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন, “বর্তমান অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রম খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু মনের সংস্কার উন্নত না হলে হবে না। সাহিত্য-সংস্কৃতি চর্চার মাধ্যমে সত্যিকার পরিশীলিত দেশপ্রেমিক মানুষে পরিণত হওয়া যায়।”
সম্মেলনে সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক গাজী গিয়াস উদ্দিন ‘বাংলাদেশের সাহিত্যে উত্তরাধুনিক প্রবণতা’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মহীবুল আজিজ বলেন, “উপনিবেশবাদ না থাকায় ইউরোপের উত্তরাধুনিক সাহিত্য আর এশিয়ার সাহিত্য এক নয়। একটি হীনমন্যতা তারা আমাদের ভেতর ঢুকিয়ে দিয়েছিল। অথচ জসীম উদ্দীনের কবিতা নিয়ে এখন জার্মানিতে পিএইচডি করা হচ্ছে।
“আর ইউরোপ কেন্দ্রিকতা থেকে আমাদের বাঁচিয়ে ছিলেন জীবনানন্দ দাশ। তিনি ইউরোপকে চ্যালেঞ্জ করেছিলেন যে, আমাদের দেশেও সম্পদ রয়েছে। অর্থনৈতিক দৈন্যের কারণে আমরা মাতৃভাষা ভালোভাবে শিখি না; ধনী দেশগুলোর ভাষা শিখি।”
কবি শাহীন রেজা বলেন, “মনের আবেগ ব্যক্তিগতভাবে প্রকাশ করার নাম কবিতা। জীবনের একমাত্র নাম ভালোবাসা। ভালোবাসার জগৎ যেন আমরা বিস্তৃত করতে পারি।”
সাহিত্য সম্মেলনে লক্ষ্মীপুর জেলা সাহিত্য সংসদ সম্মাননা-২০২৪ পেয়েছেন বিশিষ্ট কবি আহমেদ নকীব, বাংলা আওয়াজ লেখক সম্মাননা-২০২৪ পেয়েছেন বিশিষ্ট কবি জাতীয় কবিতা পরিষদ এর কেন্দ্রীয় কমিটি সদস্য কামরুজ্জামান।
অধ্যাপক ইমাম উদ্দিন চৌধুরী সাহিত্য সম্মাননা-২০২৪ পেয়েছেন কবিতা ক্যাফে এবং জলধি ছোটকাগজ ও প্রকাশনা সংস্থার স্বত্বাধিকারী কবি নাহিদা আশরাফী।
জেলার বর্ষসেরা কবি সম্মাননা-২০২৪ পেয়েছেন কবি ওমর ফারুক পাটোয়ারী, কবি বোরহান উদ্দীন রব্বানী ও কবি কাজী ইকবাল।
সম্মেলনে সাহিত্য কুইজ প্রতিযোগিতা এবং স্বরচিত কবিতা পাঠ ও আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কৃত করা হয়।
সকাল থেকে দুপুর পর্যন্ত শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ পরিচালনা করেন অ্যাডভোকেট মুরাদ আল হাসান চৌধুরী।
সাহিত্য সংসদের যুগ্ম সম্পাদক কবি আসাদুল ইসলাম শ্রাবণের সঞ্চালনায় অনুষ্ঠানের শেষ পর্বে কবিকণ্ঠে কবিতা পাঠ হয়। সংগীত শিল্পী মাহবুবুল বাসারের পরিচালনায় নোয়াখালীর আঞ্চলিক সংগীত শিল্পী দল মনোজ্ঞ সংগীত পরিবেশন করেন।
সম্মেলন উপলক্ষে স্থানীয় কবি ও লেখকদের প্রকাশিত গ্রন্থ বুক স্টলে প্রদর্শিত হয়।