গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা কালুখালীগামী ‘ভাটিয়াপাড়া এক্সপ্রেস’ পেছন থেকে তাদের ধাক্কা দেয় বলে জানায় পুলিশ।
Published : 04 Oct 2024, 09:20 PM
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় ট্রেনের ধাক্কায় এক যুবকের প্রাণ গেছে; এতে আহত হয়েছেন আরও এক যুবক।
শুক্রবার বিকালে উপজেলার বহরপুর ইউনিয়নের গোশাইপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান রাজবাড়ী জিআরপি থানার ওসি সোমনাথ বসু।
নিহত মিজান ফকির (৩৭) ওই এলাকার আবদুল হাকিম ফকির ছেলে। আহত তোতাকে (২৪) ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি একই এলাকার শহিদের ছেলে।
ওসি সোমনাথ বসু বলেন, বিকাল ৪টার দিকে বৃষ্টির মধ্যে ছাতা মাথায় দিয়ে মিজান ফকির ও তোতা বহরপুর বাজারে যাচ্ছিলেন। রাস্তায় কাঁদা থাকায় তারা রেল লাইনের ওপর দিয়ে হাঁটছিলেন।
এ সময় গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা কালুখালীগামী ‘ভাটিয়াপাড়া এক্সপ্রেস’ ট্রেনটি পেছন থেকে তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই মিজান মারা যান বলে জানান তিনি।
স্থানীয়রা আহত তোতাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে জানান ওসি।
সোমনাথ বসু বলেন, মুষলধারে বৃষ্টির কারণে দুজনের কেউ ট্রেনের শব্দ শুনতে পাননি; তাই এ দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।