“এই বাংলাদেশে যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে হয় তাহলে আমাদের রক্তের উপর দিয়ে সেই পুনর্বাসন হবে।”
Published : 16 Jan 2025, 06:55 PM
আওয়ামী লীগের পুনর্বাসনে যারা কাজ করবেন, তাদের বিরুদ্ধেও আন্দোলনে নামার হুশিয়ারি দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।
তিনি বলেছেন, “এই বাংলাদেশে যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করতে হয় তাহলে আমাদের রক্তের উপর দিয়ে সেই পুনর্বাসন হবে। বাংলাদেশে হয় ফ্যাসিবাদ থাকবে, না হয় আমরা থাকব।”
বৃহস্পতিবার দুপুরে কুমিল্লার দেবিদ্বারে উপজেলার আলিয়া ও কওমি মাদরাসার শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
দেবিদ্বার ইসলামীয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ মো. আলাউদ্দিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে হাসনাত আবদুল্লাহ বলেন, “যারা ভোটের জন্য আওয়ামী লীগকে পুনর্বাসন করাতে চান, তারা জাতীয় স্বার্থের সঙ্গে বেইমানি করছেন। আওয়ামী লীগের পুনর্বাসনে যারা কাজ করবেন, তাদের বিরুদ্ধে আমরা আবারও আন্দোলনে নামব।”
তিনি বলেন, “যারা মনে করছেন যে আওয়ামী লীগ আসলে আপনাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখবে; সেটা ভুল ভাবছেন। ভোট বাড়ানোর জন্য আওয়ামী লীগকে পুনর্বাসনের প্রশ্ন না এনে বরং তারা যে এত বছর নির্যাতন করেছে, অত্যাচার করেছে- তার বিচারের জন্য আপনারা আওয়াজ তুলুন।
“আল্লাহর কসম করে বলছি, আপনারা যদি আবার আওয়াজ তুলেন- আমরা আপনাদের জন্য আবার রাস্তায় নামব।”
হাসনাত আবদুল্লাহ বলেন, “ধর্মকে প্রাধান্য দিয়ে বাংলাদেশ গড়তে হবে। বাংলাদেশ গড়তে আলেম-ওলামাদের অবস্থান ও অবদান স্বীকার করতে হবে।
তিনি বলেন, “মাদরাসা শিক্ষার্থীরা প্রতি বছর মেডিকেল, বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সব জায়গায় তাদের মেধার স্বাক্ষর রাখছে। সে জায়গা থেকে আমরা মাদরাসার আলেম-ওলামাদের অবদান সব সময় স্বীকার করি।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ জামে মসজিদের খতিব মাওলানা সালেক আহমেদ মনিরী, দেবীদ্বার ইসলামীয়া ফাযিল মাদ্রাসার শিক্ষক মো. আল আমিন, সুলতানপুর ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম।