হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়েছে তিনি মারা গেছেন বলে জানিয়েছেন চিকিৎসক।
Published : 29 Jan 2025, 01:20 AM
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় ধাওয়া দিয়ে চোরকে ধরতে গিয়ে এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়েছে তিনি মারা গেছেন বলে জানিয়েছেন চিকিৎসক।
মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে বলে জানান দেবিদ্বার থানার ওসি শামসুদ্দিন ইলিয়াস।
মৃত মহিউদ্দিন (৫৯) মুরাদনগর উপজেলার গাইটুলি এলাকার সাইদুর রহমানের ছেলে। দেবিদ্বার থানার কর্মরত এই কনস্টেবল ছয় মাস পরে অবসরে যেতেন।
দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মো. মহিবুস সালাম খান বলেন, “গণপিটুনির শিকার এক চোরকে নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিতে আসেন মহিউদ্দিন। চিকিৎসা শেষে তাকে থানায় নিয়ে যেতে অটোরিকশায় ওঠার সময় ওই চোর পালিয়ে যায়।
“এ সময় চোরকে ধাওয়া দিয়ে ধরতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন মহিউদ্দিন। স্থানীয়রা তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
ওসি শামসুদ্দিন ইলিয়াস বলেন, উপজেলার বারেরা গ্রামে পিটুনির শিকার এক চোরকে আনতে সহকর্মীদের সঙ্গে যান মহিউদ্দিন। পরে চোরকে চিকিৎসা দিতে স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর এ ঘটনা ঘটে।