স্থানীয় সংবাদিকরা জানান, ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা তাকে প্রথমে হাতুরি দিয়ে পেটায় এবং কুপিয়ে জখম করে।
Published : 13 Aug 2024, 05:00 PM
নরসিংদীর রায়পুরা উপজেলায় এক সাংবাদিককে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করার পরে গুলি করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলার শ্রীরামপুর রেলগেট এলাকায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় সাংবাদিক মনিরুজ্জামান মনিরের হাতে এবং পায়ে গুলি লেগেছে বলে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) রঞ্জন কুমার বর্মণ জানিয়েছেন।
মনিরুজ্জামান মনির দৈনিক দেশ রূপান্তর পত্রিকার রায়পুরা উপজেলা প্রতিনিধি এবং উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতির দায়িত্বে আছেন।
স্থানীয় সংবাদিকরা জানান, মনিরুজ্জামান পেশাগত দায়িত্ব পালন শেষে রায়পুরা উপজেলা পরিষদের দিকে ফিরছিলেন। পথে শ্রীরামপুর রেলগেইট এলাকায় ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা তাকে প্রথমে হাতুড়ি দিয়ে পেটায় এবং কুপিয়ে জখম করে। পরে গুলি করে পালিয়ে যায়।
এ সময় মনিরুজ্জামানের চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে। পরে সেনাবাহিনীর সদস্যদের সহায়তায় তাকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে পাঠায়।
রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) রঞ্জন কুমার বর্মণ বলেন, “মনিরুজ্জামানের মাথায়ও গুরুতর আঘাত আছে। উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠিয়েছি।”