আরেকজনের বাম হাতের কব্জি শরীর থেকে বিচ্ছিন্ন হয়েছে।
Published : 20 Apr 2024, 01:03 AM
জমি নিয়ে বিরোধের জেরে পাবনার ঈশ্বরদীতে দুপক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে ২০ জন, যাদের মধ্যে একজনের বাম হাতের কব্জি শরীর থেকে বিচ্ছিন্ন হয়েছে।
শুক্রবার বিকালে উপজেলার সাহাপুর ইউনিয়নের চরগড়গড়ী আলহাজ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত খাইরুল ইসলাম (৪০) আলহাজ মোড় পশ্চিমপাড়ার মৃত নসিম উদ্দিন প্রামাণিকের ছেলে। আর কব্জি বিচ্ছিন্ন হওয়া ইসাই ব্যাপারী (৫০) একই গ্রামের শফি ব্যাপারীর ছেলে।
আহতদের মধ্যে কয়েক জনের নাম জানা গেছে, তারা হলেন- সাজু হুদী (৫০), জামাত ফকির (৫০), নাসিরউদ্দিন (৩০), জিল্লুর, ওলিউর রহমান, মজিদ, ইছাই প্রামানিক, মিঠুন (৩৫), মোসলেম উদ্দিন (৬০), মানু প্রামানিক (৫৫), খোকন প্রামাণিক (৩৫) ও নুর বেগম (৫০)।
পুলিশ ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, জমি নিয়ে বিরোধে দিন কয়েক আগে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এ নিয়ে গত দুই দিন তারা মারামারিতেও জড়ান। সবশেষ শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে তারা সংঘর্ষে জড়ান, যাতে ঘটনাস্থলেই খাইরুল মারা যান।
আহতদের মধ্যে অন্তত ১০ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম বলেন, “দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় একজন মারা গেছেন। আমরা ঘটনাস্থল পরিদর্শন করে ব্যবস্থা নিচ্ছি।”