Published : 08 May 2024, 01:59 PM
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থীর পক্ষে ভোট কেনার সময় এক ইউপি চেয়ারম্যানকে ডিবি পুলিশ।
বুধবার দুপুর ১২টার দিকে উপজেলার তামাই পশ্চিমপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে সিরাজগঞ্জ জেলা গোয়েন্দা বিভাগের (ডিবি) ওসি জুলহাজ উদ্দিন জানান।
গ্রেপ্তার জহুরুল ইসলাম উপজেলার ভাঙাবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান। তিনি এ উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী দোয়াত কলম প্রতীকের আমিনুল ইসলাম সরকারের পক্ষে ভোট কিনছিলেন।
ওসি জুলহাজ বলেন, “ওই কেন্দ্রের পাশেই দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর পক্ষে টাকা দিয়ে ভোট কিনছিলেন ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নগদ ৯৪ হাজার টাকাসহ তাকে হাতেনাতে গ্রেপ্তার করে।”
এ ঘটনায় নিয়মিত মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।