শনিবার রাষ্ট্র সংস্কার আন্দোলনের উদ্যোগে কুড়িগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ জনসভা অনুষ্ঠিত হয়।
Published : 14 Sep 2024, 11:45 PM
সীমান্তে ভারতীয় বিএসএফের হাতে বাংলাদেশি নাগরিক হত্যার প্রতিবাদে কুড়িগ্রামে জনসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে রাষ্ট্র সংস্কার আন্দোলনের উদ্যোগে কুড়িগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ জনসভা অনুষ্ঠিত হয়।
রাষ্ট্র সংস্কার আন্দোলনের জেলা সমন্বয়ক খন্দকার আরিফের সভাপতিত্বে এতে বক্তব্য দেন সংগঠনের জাতীয় নির্বাহী কমিটির রাজনৈতিক সমন্বয়ক ফরিদুল হক, ন্যায়পাল রায়হান কবীর, কবি নাহিদ হাসান নলেজ।
সভায় বক্তারা বলেন, ভারতকে বুঝতে হবে ছোট হলেও বাংলাদেশ একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র। ফেলানী থেকে স্বর্ণা কিংবা জয়ন্ত এভাবে নির্বিচারে ভারতের হত্যাকে এদেশের মানুষ মেনে নিতে পারছে না।
অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তারা বলেন, ভারত বাংলাদেশকে প্রতিবেশী বন্ধু রাষ্ট্র হিসেবে দেখবে এটাই সবার কাম্য। বন্ধুত্বের বদলে গুলি বন্ধ করতে হবে। বাংলাদেশের সীমান্তে ভারতীয় আগ্রাসন বন্ধ করা জরুরি।
জনসভার শুরুতে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত গাওয়া হয়। এরপর জুলাই অভ্যুত্থানে কারাবরণকারী কনক রহমানকে ফুল দিয়ে সম্মান জানানো হয়।