কুষ্টিয়ায় ‘শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম’ উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা।
Published : 06 Mar 2025, 09:54 PM
ছাত্রলীগের নেতাকর্মীদের নির্যাতনে নিহত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার ফাহাদকে আগ্রাসনবিরোধী সংগ্রামের চেইন বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
তিনি বলেন, ‘আবরার ফাহাদ শুধু একটি নাম নয়, আবরার ফাহাদ হচ্ছেন আগ্রাসনবিরোধী সংগ্রামের চেইন। তাকে আজীবন স্মরণ করতে ‘কুষ্টিয়া স্টেডিয়াম’ তার নামে নামকরণ করা হয়েছে।”
বৃহস্পতিবার দুপুরে কুষ্টিয়ায় ‘শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম’ উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
উদ্বোধন অনুষ্ঠানে ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা সঙ্গে আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ উপস্থিত ছিলেন। সেখানে ‘শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম’র উদ্বোধন করেন তারা।
কুষ্টিয়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকছুদ জাহেদী এবং যুগ্ম সচিব আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।
এর আগে সকালে কুমারখালীর কয়া গ্রামে আবরার ফাহাদের কবর জিয়ারত করেন আসিফ মাহমুদ। সেখানে আবরার ফাহাদের নামে নির্মিত মসজিদের সংস্কার কাজের উদ্বোধন করেন তিনি।
এ সময় আবরার ফাহাদের মা রোকেয়া খাতুন বলেন, “দেশবাসী পরম শ্রদ্ধাভরে চিরস্মরণীয় করে রাখতে স্টেডিয়ামের নামকরণ করেছেন, সেজন্য আমি দেশবাসীর কাছে কৃতজ্ঞ।
“সেইসঙ্গে এই উদ্যোগ পরিপূর্ণতা পাবে আবরার ফাহাদের হত্যাকারী দণ্ডপ্রাপ্তদের বিচার কার্যকর হওয়ার মাধ্যমে।”
২০২২ সালের ১৩ জানুয়ারি প্রায় ৪০ কোটি টাকা ব্যয়ে শহরের চৌড়হাস এলাকায় কুষ্টিয়া স্টেডিয়াম নির্মাণ কাজের উদ্বোধন করা হয়।
৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ রাসেল নাম পরিবর্তন করে স্টেডিয়ামটি ‘শহীদ আবরার ফাহাদ’ এর নামে নামকরণ করা হয়।