সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসায় ভাসছেন কমলাটির ক্রেতা হাফিজ ইয়ামিন। নিলামের ভিডিও অনেকেই নিজেদের ফেইসবুক আইডিতে পোস্টও করেছেন।
Published : 29 Dec 2024, 11:34 PM
সিলেটের গোলাপগঞ্জে ওয়াজ মাহফিলে এক কমলা নিলামে দুই লাখ টাকায় বিক্রি হয়েছে।
“শনিবার গোলাপগঞ্জ পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের ঘোগারকুল ইসলামিয়া মহিলা মাদ্রাসা মাঠে আয়োজিত ওয়াজ মাহফিলে কমলাটি নিলামে বিক্রি হয়েছে,” বলেন মাদ্রাসাটির মুহতামিম মো. ফরিদ উদ্দিন।
রোববার রাতে তিনি বলেন, “ওয়াজ মাহফিলে উপস্থিত আমেরিকা প্রবাসী জামিয়াতুল উলুম মাদ্রাসার প্রিন্সিপাল হযরত মাওলানা হাফিজ ইয়ামিন দুই লাখ টাকা দিয়ে কমলাটি ক্রয় করেন।”
মাহফিলে উপস্থিত স্থানীয়রা বলেন, ওয়াজ মাহফিলে খ্যাতনামা বক্তা হিসেবে ছিলেন ভারত থেকে আসা সায়্যিদ আছজাদ আল মাদানি। মাহফিল চলার ফাঁকে অন্য এক প্রবাসী খাওয়ার জন্য বক্তাকে একটি কমলা দেন। তবে বক্তা সায়্যিদ আছজাদ নিজে না খেয়ে কমলাটি ওয়াজ মাহফিলে নিলামে তোলেন।
তখন মাহফিলে উপস্থিত যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের জামিয়াতুল উলুম মাদ্রাসার অধ্যক্ষ হাফিজ ইয়ামিন ২ লাখ টাকা দিয়ে কমলাটি কেনেন। স্থানীয় বাসিন্দা মাহমুদ শিপলু বলেন, “একটি কমলা মাদ্রাসায় নিলামে দুই লাখ টাকায় বিক্রি হয়েছে। এটি ক্রয় করেছেন প্রবাসী এক মাওলানা।”
এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসায় ভাসছেন কমলাটির ক্রেতা হাফিজ ইয়ামিন। কমলা নিলামের ভিডিও অনেকেই নিজেদের ফেইসবুক আইডিতে পোস্টও করেছেন।