বিয়ে বন্ধ করে বরকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।
Published : 18 Jan 2025, 11:48 PM
পিরোজপুরের কাউখালীতে প্রস্তুতির সময় বাল্যবিয়ে পণ্ড করে দিয়েছে উপজেলা প্রশাসন।
এ সময় ভ্রাম্যমাণ আদালত বরকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয় বলে কাউখালী উপজেলার ইউএনও সজল মোল্লা জানান।
দণ্ডপ্রাপ্ত ১৯ বছর বয়সি রাহাত খান জেলার কাউখালী উপজেলার পারসাতুরিয়া গ্রামের আল আমিন খানের ছেলে।
ইউএনও সজল মোল্লা বলেন, বাল্যবিয়ের খবর পেয়ে শনিবার রাত ৮টার দিকে আমিসহ পুলিশ উপজেলার পারসাতুরিয়া গ্রামে গিয়ে বিয়ে বন্ধ করি। এ সময় বাল্যবিবাহ নিরোধ আইন ২০১৭ এর ৭(১) ধারায় বরকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।