তবে বিকল্প লাইন থাকায় ওই রেলপথে অন্য ট্রেনের চলাচল স্বাভাবিক আছে।
Published : 08 Jul 2024, 08:56 PM
গাজীপুরের শ্রীপুরে জামালপুর কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়েছে। এতে ট্রেনের শত শত যাত্রী ভোগান্তিতে পড়েছেন। তবে বিকল্প লাইন থাকায় ওই রেলপথে অন্য ট্রেনের চলাচল স্বাভাবিক আছে।
এছাড়া বিকল হওয়া ট্রেনটি শ্রীপুর রেলস্টেশনে প্রবেশের আগের ক্রসিংয়ে দাঁড়িয়ে পড়ায় পৌরশহরের একমাত্র সড়ক শ্রীপুর পৌরশহর-গোসিংগা আঞলিক সড়কের যাত্রীরাও দুর্ভোগে পড়েন।
শ্রীপুর স্টেশনের স্টেশন মাস্টার মো. সাইদুল রহমান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুর কমিউটার ট্রেনটি বিকেল সাড়ে ৫টার দিকে শ্রীপুর স্টেশনে প্রবেশ করে। প্লাটফর্মের মাঝখানে হঠাৎ ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। এতে ট্রেনটি স্টেশনে আটকা পড়ে।
স্টেশন মাস্টার আরও জানান, ট্রেনটি লেভেল ক্রসিং এলাকায় আটকা পড়ার কারণে প্রায় আধাঘণ্টা শ্রীপুর পৌরশহর-গোসিংগা আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ ছিল। পরে ৬টার দিকে যমুনা এক্সপ্রেসের ইঞ্জিন ব্যবহার করে বিকল ট্রেনটি সরিয়ে সড়কপথ মুক্ত করা হয়।
জামালপুর কমিউটার ট্রেনের চালক আবুল হোসেন সাংবাদিকদের বলেন, “ট্রেনটি শ্রীপুর স্টেশনে প্রবেশ করে থামার পূর্বেই হঠাৎ ইঞ্জিন বন্ধ হয়ে যায়। অনেক চেষ্টা করেও ইঞ্জিন সচল করতে পারি নাই। উদ্ধারকারী ইঞ্জিন এসে ট্রেনটি নিয়ে যেতে পারবে।”
এদিকে রাত ৮টা পর্যন্তও কোনো উদ্ধারকারী ইঞ্জিন না আসায় জামালপুর কমিউটারের শতশত যাত্রী চরম ভোগান্তিতে পড়েছেন।
ময়মনাসিংহগামী মো. আবুল কালাম জানান, তিনি ওই ট্রেনে ঢাকা থেকে ময়মনসিংহে যাচ্ছিলেন। শ্রীপুর স্টেশনে প্রবেশ করার সময় হঠাৎ চলন্ত ট্রেনের ইঞ্জিন বন্ধ হয়ে যায়। এতে যাত্রীরা আতংকিত হয়ে পড়েন। অনেকে ভয়ে ট্রেন থেকে লাফিয়েও পড়েছেন।
জামালপুরগামী যাত্রী আসমা বেগম বলেন, স্বামী-সন্তান নিয়ে তিনি জামালপুরে যাবেন। ট্রেন আটকা পড়ায় এখন চরম বিপাকে পড়েছেন। কখন ট্রেন যাবে তা অনিশ্চিত।
রাত ৮টার দিকে স্টেশন মাস্টার মো. সাইদুল রহমান জানান, জামালপুর কমিউটারের আটকে থাকার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। স্টেশনের বিকল্প লাইন ব্যবহার করে অন্য ট্রেনগুলির চলাচল স্বাভাবিক রয়েছে।