আলেয়ার বাবার অভিযোগ, মোজাম্মেল ও তার পরিবার আলেয়াকে হত্যার পর লাশ ঝুলিয়ে রেখে সে আত্মহত্যা করেছে বলে প্রচার চালায়।
Published : 01 Nov 2024, 05:20 PM
গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে তার স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার উপজেলার উত্তরগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন কালীগঞ্জ থানার ওসি মো. আলাউদ্দিন।
গ্রেপ্তার মোজাম্মেল বেপারী (২০) উত্তরগাঁও এলাকার আবুল হোসেনের ছেলে। তার স্ত্রী আলেয়া আক্তার (১৮) নরসিংদীর রায়পুরার পলাশতুলী এলাকার তাহের মিয়ার মেয়ে।
স্বজন ও স্থানীয়রা জানান, একই প্রতিষ্ঠানে কাজের সুবাদে আলেয়া ও মোজাম্মেলের পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরে চার মাস আগে তাদের বিয়ে হয়। এরপর তারা উত্তরগাঁও এলাকার ভাড়া বাড়িতে বসবাস করতেন।
ওসি মো. আলাউদ্দিন জানান, বুধবার সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ওই বাড়ি থেকে আলেয়ার লাশ উদ্ধার করা হয়। পরে তার বাবা থানায় হত্যা মামলা করেন।
খবর পেয়ে আলেয়ার বাবা কালীগঞ্জ থানায় মোজাম্মেল বেপারীসহ পাঁচ জনের নামে নারী ও শিশু নির্যাতন দমন আইনে হত্যার অভিযোগে মামলা করেন।
আলেয়ার বাবা তাহের মিয়ার অভিযোগ, আলেয়াকে দিয়ে তার স্বামী মোজাম্মেল বিভিন্ন অনৈতিক কাজ করানোর চেষ্টা করত। এতে আলেয়া রাজি না হওয়ায় তাদের মধ্যে বিভিন্ন সময় ঝগড়া হতো। এর জেরেই মোজাম্মেল ও তার পরিবারের সদস্যরা আলেয়াকে হত্যা করেছে।
তিনি বলেন, “মঙ্গলবার রাত আনুমানিক ১০টার পর থেকে মধ্য রাতের কোনো একসময় তারা আলেয়াকে মারধরের পর শ্বাসরোধ করে হত্যা করে। পরে ঘরের ভেতর লাশ ঝুলিয়ে রেখে আলেয়া আত্মহত্যা করেছে বলে এলাকায় প্রচার চালায়। এরপর সুযোগ বুঝে তারা সবাই পালিয়ে যায়।”
ওসি মো. আলাউদ্দিন জানান, এ মামলায় অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।