উদ্ধার করা এসব স্বর্ণের মূল্য পাঁচ কোটি ৯৫ লাখ ৫৩ হাজার ২১০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
Published : 19 Nov 2024, 04:22 PM
ঝিনাইদহের মহেশপুর উপজেলার সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় প্রায় সাড়ে পাঁচ কেজি সোনা উদ্ধার করেছে বিজিবি। আটক করা হয়েছে দুজনকে।
সোমবার সন্ধ্যায় অভিযান চালিয়ে সামন্তা সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন বিজিবির খালিশপুর-৫৮ ব্যাটালিয়নের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আজিজুস শহিদ।
আটকরা হলেন, মহেশপুর উপজেলার ছয়ঘোরিয়া রায়পুর গ্রামের রজব আলি মণ্ডলের ছেলে আব্দুল কাদের মণ্ডল (৬০) ও রায়পুর গ্রামের ইয়ার আলির ছেলে দুলাল হোসেন (৫৮)।
লেফটেন্যান্ট কর্নেল আজিজুস জানান, ভারতে পাচারের উদ্দেশ্যে সামন্তা সীমান্ত এলাকা দিয়ে একটি স্বর্ণের চালান নিয়ে যাওয়া হচ্ছে বলে গোপন সূত্রে জানতে পারে বিজিবি।
পরে বিজিবির একটি টহল দল ওই এলাকায় মোতায়েন করা হয়। কিন্তু তাদের দেখে স্বর্ণ পাচারকারী দুইজন ধান ক্ষেতে লুকিয়ে পড়ে। পরে বিজিবি সদস্যরা অভিযান শুরু করলে তারা দৌড়ে ভারতে পালানোর চেষ্টা করে।
তখন বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করে ধরে ফেলে। এ সময় কাদের মণ্ডলের দেহ তল্লাশী করে ৪৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।
উদ্ধার করা এসব স্বর্ণের বারের ওজন ৫ কেজি ৪৭৮ দশমিক ৫৩ গ্রাম এবং মূল্য পাঁচ কোটি ৯৫ লাখ ৫৩ হাজার ২১০ টাকা বলে জানান লেফটেন্যান্ট কর্নেল আজিজুস।
তিনি আরও বলেন, বিজিবির পক্ষ থেকে মামলা দিয়ে আটকদের মহেশপুর থানায় সোপর্দ করা হয় এবং উদ্ধার করা সোনা ঝিনাইদহ ট্রেজারিতে জমা দেওয়া হয়েছে।