বিজিবি জানায়, সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে আটক জেলেকে নৌকা ও জালসহ ফেরত দেয় বিএসএফ।
Published : 18 Mar 2025, 07:55 PM
চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক এক বাংলাদেশি জেলেকে একদিন পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী-বিএসএফ।
মঙ্গলবার দুপুর বারোটার দিকে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের রঘুনাথপুর সীমান্তে বিএসএফ-বিজিবি পতাকা বৈঠকের মাধ্যমে তাকে ফেরত দেওয়ার হয় বলে চাঁপাইনবাবগঞ্জের ৫৩ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মনির-উজ-জামান জানান।
ভারতে থেকে ফেরত আসা মো. আলমগীর শেখ (২৭) ওই ইউনিয়নের রামনাথপুর গ্রামের বাসিন্দা।
লেফটেন্যান্ট কর্নেল মনির-উজ-জামান বলেন, সোমবার রাত ৮টার দিকে একটি বাড্ডি নৌকা নিয়ে পদ্মা নদীতে মাছ ধরতে যান জেলে আলমগীর।
“এসময় মাছ ধরতে ধরতে দিনে শূন্য রেখা পার হয়ে ভারতীয় সীমানার প্রায় ৭০০ গজ অভ্যন্তরে প্রবেশ করলে নিমতিতা ক্যাম্পের বিএসএফের টহলদল তাকে আটক করে নিয়ে যায়।”
তিনি আরও বলেন, বিজিবি বিষয়টি জানার পর বিএসএফের সঙ্গে যোগাযোগ করে। পরে দুপুরে সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে আটক জেলেকে নৌকা ও জালসহ ফেরত দেয় বিএসএফ।