“৫ অগাস্টের পর জামালপুরের বিভিন্ন স্থানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ মিছিল করছে। শনিবারও মিছিল করেছে।”
Published : 26 Jan 2025, 08:14 PM
জামালপুরে মুজিব বাহিনীর ব্যানারে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের মিছিলের প্রতিবাদে মাঠে নেমেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।
রোববার দুপুরে শহরের ফৌজদারি চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। মিছিলটি শহরের প্রধান সড়ক ঘুরে দয়াময়ী চত্বরে গিয়ে শেষ হয়। পরে টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে তারা।
খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে। প্রধান সড়ক অবরোধ করায় শহর জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়েন পথচারীরা।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা শাখার আহ্বায়ক মীর ইসহাক হাসান ইখলাস বলেন, “৫ অগাস্টের পর জামালপুরের বিভিন্ন স্থানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ মিছিল করছে। গত শনিবার দিনের বেলায়ও শহরে মিছিল করেছে তারা।
“রাঘব বোয়ালদের আটক না করে চুনো পুঁটিদের গ্রেপ্তার করছে পুলিশ। তাদের আবার জামিনে ছেড়েও দেওয়া হচ্ছে। এর দায় প্রশাসনকেই নিতে হবে।”
বেলা ১২টা ৪০ থেকে শুরু হওয়া অবরোধ চলে বিকাল ৪টা পর্যন্ত। পরে জেলা প্রশাসনের পক্ষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ ও পুলিশ সুপারের পক্ষে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুনের আশ্বাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতারা অবরোধ প্রত্যাহার করে। এ সময় ছাত্রলীগের কর্মী সন্দেহে এক যুবককে আটক করে পুলিশে দেয় তারা।
ঘটনাস্থলে উপস্থিত সদর থানার ওসি আবু ফয়সল মো. আতিক বলেন, আটক যুবক ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত কি না তা তদন্ত করে দেখবে পুলিশ।