তাকে কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলে মানিকের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের সভাপতি জানান।
Published : 12 Sep 2024, 07:16 PM
শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় আপিল বিভাগের সাবেক বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিককে কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার দুপুরে তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয় বলে জানিয়েছেন গ্রেপ্তার মানিকের চিকিৎসায় তৈরি মেডিকেল বোর্ডের সভাপতি শিশির চক্রবর্তী।
তিনি বলেন, “সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এখন সুস্থ। বর্তমানে তিনি অনেকটা স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন। সার্বিক পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নেয়। পরে সব প্রস্তুতি শেষে তাকে কারা কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।”
গত ২৩ অগাস্ট রাতে সিলেটের কানাইঘাট উপজেলার দনা সীমান্ত থেকে সাবেক বিচারপতি মানিককে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি।
পরদিন সিলেটের বিচারিক হাকিম আলমগীর হোসেন বিচারপতি মানিককে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।
তবে ওইদিন বিকালে আদালতে তোলার সময় আলোচিত এই বিচারপতিকে লক্ষ্য করে উত্তেজিত জনতা ডিম ও জুতা নিক্ষেপ করে।
এ ছাড়া পুলিশ প্রহরায় আদালতের সিঁড়িতে ওঠার আগে কয়েকজন যুবক কিল-ঘুষি ও পেছন থেকে টেনে ধরে আঘাত করেন। এ সময় তার কাপড়ে রক্তের দাগও দেখা যায়। ওইদিন রাতেই ওসমানী হাসপাতালে শামসুদ্দিন মানিকের অণ্ডকোষে অস্ত্রোপচার হয়।
বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট কেন্দ্রীয় কারাগারের কারাধ্যক্ষ মো. সাখাওয়াত হোসেন বলেন, “উনার শারীরিক অবস্থা বর্তমানে অনেকটা ভালো থাকায় হাসপাতাল থেকে আজ ছাড়পত্র দেওয়া হয়। তিনি এখন কারাগারে রয়েছেন।”
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সম্পর্কে আপত্তিকর মন্তব্য করায় গত ১৯ অগাস্ট সাবেক এ বিচারপতির বিরুদ্ধে নোয়াখালীর আদালতে মামলা হয়। এ ছাড়া একই অভিযোগে ঢাকার একটি আদালতেও মামলা হয়েছে।
পুরোনো খবর:
বিচারপতি মানিক কারাগারে, আদালতে ডিম নিক্ষেপ