গ্রেপ্তার ছাত্রলীগ নেতার সঙ্গে সেলফি, এসআই প্রত্যাহার

বরিশাল সিটি নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর চার কর্মীর উপর হামলার অভিযোগ ওঠে মহানগর ছাত্রলীগের আহ্বায়কের বিরুদ্ধে।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 May 2023, 03:09 PM
Updated : 15 May 2023, 03:09 PM

বরিশালে ছাত্রলীগ নেতা রইজ আহম্মেদ মান্নাকে আটক করে থানায় নেওয়ার সময় তার সঙ্গে সেলফি তোলা এক এসআইকে কর্মস্থল থেকে প্রত্যাহার করা হয়েছে।

সোমবার দুপুরের পর তাকে বরিশাল মহানগর পুলিশ লাইনে সংযুক্ত করা হয় বলে জানিয়েছেন উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) মো. নজরুল ইসলাম।

তবে মহানগর পুলিশের কাউনিয়া থানায় কর্মরত এসআই সাইদুল হককে কী কারণে প্রত্যাহার করা হয়েছে তা পরিষ্কার করেনি পুলিশ।

বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী খোকন সেরনিয়াবাতের চার কর্মীর উপর রোববার সন্ধ্যার পর হামলার অভিযোগ ওঠে মহানগর ছাত্রলীগের আহ্বায়ক রইজ আহম্মেদ মান্নাসহ তার অনুসারীদের বিরুদ্ধে।

এ ঘটনার পর নগরীর হাসপাতাল রোড এলাকা থেকে ছাত্রলীগ নেতা মান্নাকে আটক করেন এসআই সাইদুল। এরপর তাকে গাড়িতে নিয়ে থানার উদ্দেশে রওনা হয় পুলিশ। থানায় যাওয়ার পথে মান্নার সঙ্গে সেলফি তোলেন এই এসআই।

এই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নানা আলোচনার জন্ম দেয়।

পরে সোমবার দুপুরে এইআই সাইদুলকে প্রত্যাহার করে নেয় বরিশাল মহানগর পুলিশ।

সেলফি তোলার কারণেই তাকে প্রত্যাহার করা হয়েছে কিনা জানতে চাইলে উপ-পুলিশ কমিশনার বলেন, “প্রশাসনিক কারণে এসআই সাইদুলকে ক্লোজ করা হয়েছে।”