জমিদার মাঠে তার লাশ দেখতে পেয়ে এলাকাবাসী থানায় খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে।
Published : 20 Apr 2024, 08:54 PM
গাজীপুরে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে; যিনি গরমের কারণে বা হিটস্ট্রোকে মারা গেছেন বলে ধারণা করছে পুলিশ।
শনিবার বিকালে নগরীর কোনাবাড়ি থানার জেলখানা রোডের জমিদার মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে কোনাবাড়ি থানার ওসি কেএম আশরাফ উদ্দিন জানান।
মৃত ব্যক্তির নাম সোহেল রানা (৪২)। তিনি কাশিমপুর থানাধীন এনায়েতপুর এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে।
পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
স্থানীয়দের বরাতে ওসি আশরাফ উদ্দিন বলেন, “সোহেল এনায়েতপুর এলাকায় তার এক ভাইয়ের সঙ্গে থাকতেন। গত কয়েকদিন ধরে ভারসাম্যহীন অবস্থায় কোনাবাড়ি এলাকায় ঘোরাফেরা করছিলেন তিনি। সকালে এলাকাবাসী কাশিমপুর কারাগার এলাকায় তাকে উলঙ্গ অবস্থায় দেখতে পায়। পরে কোনাবাড়ি থানা পুলিশ তাকে এক রিকশাচালকের মাধ্যমে এনায়েতপুর পাঠিয়ে দেয়।
“কিছুক্ষণ পরেই ওই ব্যক্তি কাশিমপুর কারাগার এলাকায় গিয়ে আবার ঘোরাফেরা করতে থাকেন। পরে দুপুরে জমিদার মাঠে তার লাশ দেখতে পেয়ে এলাকাবাসী থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।”
পুলিশের এ কর্মকর্তা বলছেন, “তীব্র তাপদাহের কারণে হিটস্ট্রোকে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের পরে তার মৃত্যুর প্রকৃত কারণ বলা যাবে।”