ধামরাইয়ে গ্যাস থেকে বিস্ফোরণে দগ্ধ ৫

দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

সাভার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Jan 2023, 08:30 AM
Updated : 7 Jan 2023, 08:30 AM

ঢাকার ধামরাইয়ে এক বাড়িতে পাইপ লাইনের ছিদ্র থেকে গ্যাস জমে বিস্ফোরণে দগ্ধ হয়েছেন একই পরিবারের পাঁচজন।

শনিবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার কুমড়াইল এলাকার কবরস্থান সংলগ্ন দোতলা বাড়ির নিচতলায় এ দুর্ঘটনা ঘটে বলে ধামরাই ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সোহেল রানা জানান।

দগ্ধরা হলেন- গার্মেন্টসকর্মী মনজুরুল ইসলাম (৩২), তার স্ত্রী জোসনা বেগম (২৫), তাদের দেড় বছরের মেয়ে মরিয়ম, জোসনার বড় বোন হোসনা (২৮) ও ভাগ্নি সাদিয়া (১৮)।

তাদের উদ্ধার করে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

বাড়িটির দ্বিতীয় তলার ভাড়াটিয়া নিজাম শেখ বলেন, ভোরে তারা যখন ঘুমিয়ে ছিলেন তখন বিকট একটি শব্দ শুনতে পান। এরপর ভবনের নিচতলা থেকে ধোঁয়া উঠতে দেখেন। সঙ্গে সঙ্গে নিচতলায় গিয়ে দেখেন বাসাটির ভেতর পাঁচজন দগ্ধ অবস্থায় কাতরাচ্ছে। আর আগুনে বিছানার কিছুটা পুড়ে গেছে।

পরে তাদের উদ্ধার করে ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকের পরামর্শে তাদের ঢাকার পাছোনো হয় বলে জানান তিনি।

ফায়ার সার্ভিস কর্মকর্তা সোহেল রানা বলেন, “ভোরবেলা আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষণিক আমরা বের হই। পরে ওখান থেকেই আমাদের ফোন করে জানায় যে, আগুন নিভে গেছে । পরে জানতে পারি পাইপ লাইনের ছিদ্র থেকে গ্যাস জমে বিস্ফোরণে পাঁচজন দগ্ধ হয়েছে “