সুনামগঞ্জে 'বিএসএফের গুলিতে' আহত যুবকের মৃত্যু

'বসতবাড়িতে অনুপ্রবেশ করে তাকে মারধরের পাশাপাশি গুলি করা হয়,' বলে বিজিবির ভাষ্য।

সুনামগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Jan 2023, 05:25 PM
Updated : 14 Jan 2023, 05:25 PM

সুনামগঞ্জে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী 'বিএসএফের গুলিতে' আহত হওয়ার এক দিন পর সিলেটে চিকিৎসাধীন অবস্থায় এক বাংলাদেশি যুবক মারা গেছেন।

শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২৭ বছর বয়সী দেলোয়ার হোসেন নামে ওই যুবকের মৃত্যু হয়।

এর আগে শনিবার বেলা ১২টায় টেকেরঘাট সীমান্তের বড়ছড়া শুল্ক স্টেশনের শূন্যরেখায় বিজিবি-বিএসএফের কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকে দেলোয়ারের গুলিবিদ্ধ হওয়া এবং আরেক নারীকে পিটিয়ে আহত করার ঘটনায় বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে বলে জানান সুনামগঞ্জ-২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুবুর রহমান।

বৈঠকে তদন্ত করে দোষী বিএসএফ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে বলেও জানান তিনি।

দেলোয়ার সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের বুরুঙ্গা ছড়া গ্রামের আব্দুর রাশীদের ছেলে।

লেফটেন্যান্ট কর্নেল মাহবুবুর জানান, শুক্রবার বিকালে বিএসএফ সদস্যরা কয়লা কুড়ানো শ্রমিক দেলোয়ারের বসত বাড়িতে অনুপ্রবেশ করে তাকে মারধরের পাশাপাশি গুলি করে। গুরুতর আহত অবস্থায় তাকে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে নেওয়া হয়।

পরে ওই দিন সন্ধ্যায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয় বলে তিনি জানান।

“শনিবার তার অপারেশন সম্পন্ন হয়। তাকে আইসিইউতে নেওয়ার পর সন্ধ্যায় মারা গেছেন,” যোগ করেন তিনি।