২০২২ সালের ২৭ ফেব্রুয়ারি ১০০ বোতল ফেনসিডিলসহ আসামিকে গ্রেপ্তার করা হয় বলে জানান পিপি।
Published : 06 Feb 2024, 11:22 PM
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় মাদক মামলায় এক যুবককে ১০ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার কুষ্টিয়া জেলা ও দায়রা জজ মুহম্মদ আলী আহসান আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে জানান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) অনুপ কুমার নন্দী।
দণ্ড পাওয়া আমিরুল ইসলাম (৩৯) উপজেলার পাকুড়িয়া মণ্ডলপাড়া গ্রামের বাসিন্দা পাচু সেখের ছেলে।
মামলার বরাতে পিপি অনুপ বলেন, ২০২২ সালের ২৭ ফেব্রুয়ারি উপজেলার দাড়েরপাড়া গ্রামের এইচ বি এল ইটভাটার সামনের রাস্তায় চেকপোস্ট বসায় পুলিশ।
সে সময় একটি ভ্যানে তল্লাশি চালিয়ে আসবাবপত্রের ভেতর থেকে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় দুইজনের নামে থানায় মামলা করেন এসআই মিরাজুল ইসলাম।
তদন্ত শেষে একই বছরের ১১ মে আমিরুল ইসলাম ও রশিদুল মিস্ত্রীকে আসামি করে আদালতে প্রতিবেদন দাখিল করেন এসআই কামরুল ইসলাম।
সাক্ষ্যগ্রহণ শেষে আসামিকে ১০ বছর সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকার জরিমানা করা হয়; যা অনাদায়ে তাকে আরও দুই মাস কারাবাসে থাকতে হবে বলে জানান পিপি অনুপ।
এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় রশিদুল মিস্ত্রীকে আদালত বেকসুর খালাস দিয়েছে বলে জানান রাষ্ট্রপক্ষের এ আইনজীবী।