“এক ভাই পুকুরের পানিতে পড়ে গেলে আরেক ভাই তাকে বাঁচাতে যায়। এ সময় পানিতে ডুবে দুই ভাইয়েরই মৃত্যু হয়।”
Published : 29 Apr 2024, 09:32 PM
নোয়াখালীর কবিরহাট উপজেলায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
উপজেলার বাটইয়া ইউনিয়ন পরিষদের সদস্য ইকবাল হোসেন দুলাল জানান, সোমবার বেলা ১টার দিকে তার ইউনিয়নের গাজীরবাগ গ্রামের হাছন আলী জমাদার বাড়িতে এ ঘটনা ঘটে।
মৃতরা হল- বাটইয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের গাজীরবাগ গ্রামের হাছন আলী জমদার বাড়ির হারুন হুজুরের ছেলে মো. হামদান (৭) ও তার ছোট ভাই মো. হাসান (৫)।
হাসান স্থানীয় একটি নূরানী মাদ্রাসায় নার্সারিতে এবং হামদান প্রথম শ্রেণিতে পড়ত।
ইউপি সদস্য ইকবাল হোসেন বলেন, “দুই ভাই তাদের বাড়ির সামনে মসজিদের পুকুরে গোসল করতে যায়। তখন তাদের বাবা মসজিদ পরিষ্কারের কাজে ব্যস্ত ছিলেন।
“ওই সময় এক ভাই পুকুরের পানিতে পড়ে গেলে আরেক ভাই তাকে বাঁচাতে যায়। এ সময় পানিতে ডুবে দুই ভাইয়েরই মৃত্যু হয়।”
তিনি বলেন, “পরিবারের সদস্যরা তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকে। এক পর্যায়ে মসজিদের পুকুরে তাদের ভাসতে দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসক তাদের দুজনকে মৃত ঘোষণা করেন।”
সন্ধ্যার দিকে তাদের পারিবারিক কবরস্থানে তাদের দাফন করা হয় বলে জানান ইউনিয়ন পরিষদের এ সদস্য।
এ বিষয়ে জাসতে চাইলে কবিরহাট থানার ওসি মো. হুমায়ন কবির বলেন, এ বিষয়ে তাদের কেউ অবহিত করেনি।