“কোনোক্রমেই অপরিপক্ক আম গাছ থেকে পাড়া যাবে না। নির্ধারিত দিনের আগেও আম পাড়া যাবে না।”
Published : 16 May 2024, 03:36 PM
চুয়াডাঙ্গায় চলতি মৌসুমের আম সংগ্রহ শুরু হয়েছে। আগামী জুন মাস পর্যন্ত এ কার্যক্রম চলবে।
বৃহস্পতিবার সকালে জেলার কেদারগঞ্জ এলাকার একটি আমবাগান থেকে এই কর্মসূচির উদ্বোধন করেন চুয়াডাঙ্গার জেলা প্রশাসক কিসিঞ্জার চাকমা।
চুয়াডাঙ্গা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিভাস চন্দ্র সাহা বলেন, “এ বছর জেলায় ২ হাজার ৩০৪ হেক্টর জমিতে আম উৎপাদন হয়েছে। জেলায় এবছর ৩০ হাজার ৮১০ মেট্রিকটন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।
“বৃহস্পতিবার গুটি, আটি ও বোম্বাই জাতের আম গাছ থেকে পাড়া শুরু হয়েছে। পর্যায়ক্রমে চলতি মে ও আগামী জুন মাসজুড়ে চলবে আম সংগ্রহ।”
বিভিন্ন কারণে এ বছর আমের ফলন কম হয়েছে জানিয়ে বিভাস চন্দ্র বলছেন, কিছু কিছু গাছে গত বছর ভালো ফলন এসেছিল; সেগুলোতে এ বছর ভাল ফলন আসেনি। আগামী বছর আমের ভাল ফলন পাওয়া যাবে বলে আশা করছে কৃষি বিভাগ।”
চুয়াডাঙ্গা জেলা প্রশাসক কিসিঞ্জার চাকমা বলেন, কোনোক্রমেই অপরিপক্ক আম গাছ থেকে পাড়া যাবে না। নির্ধারিত দিনের আগেও আম পাড়া যাবে না। নির্দেশনা মেনে আম পাড়তে হবে।