গত ২৯ অক্টোবর রাতে সংগঠনটির ৩ নেতা প্রকাশ্যে আসেন।
Published : 03 Nov 2024, 05:35 PM
শেখ হাসিনা ও তার পরিবারের নামে যেসব স্থাপনা আছে, সেসবের নাম পরিবর্তনসহ
‘সংস্কার’ প্রশ্নে ৪১ দফা প্রস্তাব দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবির।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে সংবাদ সম্মেলন করে এসব প্রস্তাব তুলে ধরা হয়।
রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের নেতারা প্রকাশ্যে আসতে থাকে। তারই ধারাবাহিকতায় ২৯ অক্টোবর রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তিন নেতার নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।
এর ৫ দিন বাদে যেসব ‘সংস্কার’ প্রস্তাব আনল ছাত্র সংগঠনটি, তার মধ্যে আছে- জুলাই বিপ্লবে আহতদের স্বাস্থ্যসেবা ও পুনর্বাসন, স্বৈরাচারবিরোধী আন্দোলনে নির্যাতন ও আক্রমণের তদন্ত এবং বিচারের ব্যবস্থা, ১৬ জুলাইকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘সন্ত্রাস প্রতিরোধ দিবস' হিসেবে ঘোষণা, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থাপনার নাম পরিবর্তন ও জুলাই বিপ্লবের স্মৃতি সংরক্ষণ, জাকসু চালু, হল সংসদ ও বিভাগওয়ারি শিক্ষার্থী সংসদ নির্বাচন।
সাবেক উপাচার্য ফারজানা ইসলামের আমলে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে দুর্নীতির যেসব অভিযোগ আছে, সেসবসহ ‘স্বৈরাচার আমলের’ সব উপাচার্যের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশও শিবিরের প্রস্তাবে আছে। এছাড়া হল দখল, ছাত্র নিপীড়ন ও সন্ত্রাসী কার্যক্রমের বিচার, খুন ও হত্যার বিচারের নিশ্চয়তা, আবাসিক হলে নিয়মতান্ত্রিক আসন বণ্টন, বিশ্ববিদ্যালয়ের ভেতরে সবধরনের মাদক ব্যবসা এবং মাদক সেবনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ তাদের ‘সংস্কার প্রস্তাবে’ রয়েছে।
শাখা ছাত্রশিবিরের প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল মামুন সাকির সঞ্চালনায় সভাপতি হারুনুর রশিদ রাফি ও সাধারণ সম্পাদক মুহিবুর রহমান মুহিব সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।