র্যাব জানায়, ২০২৩ সালে নারী ও শিশু নির্যাতন দমন আইনে নান্টুর যাবজ্জীবন কারাদণ্ড হয়।
Published : 03 Mar 2024, 02:19 PM
বগুড়ায় নয় বছর পর শিশু অপহরণ ও মুক্তিপণ দাবির মামলায় যাবজ্জীবন দণ্ডিত এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
রোববার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বগুড়া র্যাব-১২ এর স্কোয়াড কমান্ডার মো. সোহেল রানা।
গ্রেপ্তার নান্টু প্রামাণিকের (৩০) বাড়ি শাজাহানপুর উপজেলার শৈধুকুরীর গ্রামে।
মামলার নথির বরাতে স্কোয়াড কমান্ডার সোহেল বলেন, ২০১৫ সালে মানিকগঞ্জের ঘিওর থানার রোস্তম আলীর তিন বছরের শিশুকে অপহরণ করেন আসামি নান্টু প্রামাণিক। এরপর শিশুটির পরিবারের কাছে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন তিনি।
“পরে এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় শিশুটির বাবা অভিযোগ করেন। এক পর্যায়ে শিশুটিকে উদ্ধার করে পুলিশ। সেই সঙ্গে আসামি নান্টুকে গ্রেপ্তার করা হয়।”
তিনি বলেন, এরপর ২০২৩ সালের ১ নভেম্বর নারী ও শিশু নির্যাতন দমন আইনে নান্টুর যাবজ্জীবন সাজা হয়। কিন্তু এর আগে জামিনে বের হয়ে দীর্ঘদিন পলাতক ছিলেন তিনি।
“গোপন খবরে জানা যায়, আসামি নান্টু গাজীপুরে কালিয়াকৈর থানা এলাকায় অবস্থান করছেন। এরপর শনিবার রাত ৮টার দিকে ওই এলাকায় র্যাব-১২ ও র্যাব-৪ যৌথ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।”
র্যাবের এই কর্মকর্তা বলেন, আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আসামিকে শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে।